এই নগরে অনেক বন্ধু রয়েছে আমার
বিশাল বটগাছের মতো;
ডাকপোস্ট খুলে কোরাস গানের নামে
নিবিড় নিসর্গ এক কোমলতা ঠেকিয়ে
সন্ধ্যার নীল জ্যোৎস্নাময়ী সিঁথি ধরে
হরিণছুটির মতো হৈহোট্ট করে, এদিক
ওদিকের শহর তখন জিরোয়, সটানে-
আর আমাদের জিহবায় খুন হয়ে যায়
কমলালেবুর মতো মাঝবয়েসী হাসি
এবং মিথের গহিন থেকে লাফ দেয়
খরগোশ বাচ্চার সমেত দ্বিতীয় দশক
লাঙ্গলে লাঙ্গলে ফেরে ভুট্টার মৌল রোদ
রুটির কারখানায় এক রাত হেমন্ত এনে
নরমমাংসের স্বাদ নিজেদের করে খাচ্ছি
এইসব দিনে কবিতা বান্ধব রং-সুমধুর!
এই নগরে অনেক বন্ধু রয়েছে আমার
বিশাল বটগাছের মতো …
এইসব দিনে কবিতা বান্ধব রং-সুমধুর!