ছুঁয়ে দিয়ে যাও, স্বাস্থ্যবান পৃথিবী।
থির হয়ে দাঁড়িয়ে আছি
সাঁতার ভুলে
পা তুলে এখানে বদল হয়
অমোঘ নিয়তির দাগে-
সুনসান রাত্রি,অদৃশ্য ছায়া
নৈঃশব্দ দাগ কাটে
মাকড়শার আঠালো সুতো,
আগামীর নেবুফুল ঘ্রাণ পেঁচিয়ে
ডুবতে থাকে প্রেয়সীর আলিঙ্গন
একঢোক দুঢোক চুমুকের মতো;
বাবা জিরোয়ে কাঁদে, মায়ের প্রার্থনা!
ছুঁয়ে দিয়ে যাও, স্বাস্থ্যবান পৃথিবী।
একঢোক দুঢোক চুমুকের মতো;
বাবা জিরোয়ে কাঁদে, মায়ের প্রার্থনা!