ভেতরে একটা দূরপথ-এই চারিত্রিক পথে কুয়াশা
জমে গেছে-গ্রীষ্মের দুপুর, যে ধূলোয়-প্রথম
খেলেছিলাম-দৌড়, বেহেশত, নরকনামতা পেঁচিয়ে-
তার অস্থির ঘামে সৌরভ সাবানের ঘ্রাণ ছড়াচ্ছে।
প্রতিটি আধভেজা কাকতালীয় ছায়ায়, শরীর-
কাঁধে তুলে এমন আধোনীল ভিমরতি শহরে-
আমার কিছু হলে, মৃত্যুর বিরূপ নিয়ম ঘটে যাবে।
হয়ত বা এখানে কেউ কেউ গিটারে পৌষের দুপুর
এনে,নিঃশ্বাস ছাড়বে। ঘাটে পৌছবার আগে-
অ্যাম্বুলেন্সের কোরাস জেব্রা সুর দ্রুত ছুটবে;
গন্তব্যের আশ্বাসে-যতটা সুন্দর দেখা যাবে। শাদায়…
এমন একাকিত্ব জখমি ডানায় ওড়ার মতো;
এই অসহ্য আকাঙ্ক্ষার মর্মতলে, শুয়ে আছি।
এত ভাবছি! শালবন জেগে আছে। হত্যাপ্রবণ থামাতে!
এমন একাকিত্ব জখমি ডানায় ওড়ার মতো;
এই অসহ্য আকাঙ্ক্ষার মর্মতলে, শুয়ে আছি।
এত ভাবছি! শালবন জেগে আছে। হত্যাপ্রবণ থামাতে!