বীজ পুঁতে অপেক্ষা করবার মতো
আর্তনাদ শিস দিয়ে ওঠে,
ঘাই খাওয়া শরীরে কখন একটা
সবুজবন এসে বসবে, পাখি এসে বসবে
এই দুইয়ের মুখোমুখি এক হতে পারলে
অগ্রহায়ণের চূড়ান্ত ফলাফল অবশ্যই
পাওয়া যেতো, রোদ না মেঘ…
কীভাবে ডাকনাম প্রকাশ করাতে হয়
ট্রেন পথের ওধারে হাট-বাজার,
স্তিমিত ত্বরণে এক বয়েসী নিমাই’কা,
পৃথিবীর সবুজ তরমুজ ক্ষেত ধরে
বাঁশি ফুঁকোয়-আঙ্গুলায়ুধ অংশযোগে-
প্রবোধ সুর-কেবল নিস্তব্ধতা পেরোয়ে
অস্তমিত স্বাধীনতার ফুলগুলো ওড়ে,
ন্যাড়া ডালে-শিশুদের পাশে শুয়ে ভয়
মিঠাইয়ের মতো যেন মিষ্ট মুখোশ…
চমৎকার অনুভব প্রকাশ কবি দা
প্রবোধ সুর-কেবল নিস্তব্ধতা পেরোয়ে
অস্তমিত স্বাধীনতার ফুলগুলো ওড়ে …