ট্যাগ আর্কাইভঃ ফেনা

নগ্ন কলা


একটা নীল পদ্ম ফুল
আর একটা নীল ছবি
তোমার আমার প্রেমের ব্লু প্রিন্ট।

হবে হয়ত ভূলে গেছ আমাকে
অনেক স্মৃতি আমারও ঝাপসা হয়ে গেছে
কিন্তু-সেই ব্লু প্রিন্টগুলি রয়ে গেছে
প্রচন্ড শীতেও উষ্ণতার আলিংগন হয়ে।

সবই সংসারের গতিতে স্রষ্টার লীলা
পৃথিবী এগিয়ে যাওয়ার নগ্ন কলা।