তোমাকে খুন করেছি আমি
নিঝুম রাত্রির পথে
আঁকাবাঁকা হয়ে তুমি চলে যাচ্ছিলে
সাপ ভেবে আমি লাঠি চালিয়েছি
তোমাকে রক্তে স্নান করাচ্ছি
জঠরে কেঁপে উঠেছে ক্ষুধা
তোমাকে না হারাবার ব্যাকুলতা
অথচ আজ রাতেই খুন হচ্ছো তুমি
নিরুপায় আমার হাতে।
এই হাত রক্তমাখা
এই হাত জলের মতো ভেজা
হাতও কাঁদছে ব্যাকুলতায়
সুরমার রঙ লাল হয়ে উঠেছে
তুমি কাঁদছো কোন শোকে?
মৃত্যু তো এমন নয় রিফিউজি হয়ে উঠবে!
পলিগামী তোমাকে আমি ছেড়ে রেখেছি
বারবার মরেও তুমি মরো না
আমিই খুন করে বারবার ফিরে যাই
তোমার নিহত ভাবনারা
আমাকেও খুন করে রেখে যায় অকাতরে।
বাড়তি স্তুতিতে যাবো না। আপনার লিখা বিশেষ মর্যাদার দাবী রাখে বন্ধু।
এমন করে বললেন যে হেসে ফেললাম। আপনাদের বন্ধুত্বই আমাকে বেশী মর্যাদা দিয়েছে। এর বেশী আর কি চাইব!
এই হাত আমার নয়।
শুভেচ্ছা নিন কবি।
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।
এই হাত রক্তমাখা
এই হাত জলের মতো ভেজা
হাতও কাঁদছে ব্যাকুলতায়
সুরমার রঙ লাল হয়ে উঠেছে
তুমি কাঁদছো কোন শোকে?
অসাধারণ শাকিলা তুবা । শুভকামনা রইলো ।
বন্ধুত্ববোধ সাহসের পাশে আরেক সাহস………শুভেচ্ছা নাজ
কবিতার চরণে চরণে দারুন এক আবহ সৃষ্টি করেছেন, অভিনন্দন কবিকে এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
আপনার জন্যেও অনেক শুভ কামনা থাকলো।
* অসাধারণ…