ছোট ছোট কথা


আয়নার জন্যে বরাদ্দ করা যায় একটা দিন
ক্ষত থেকে নেমে এলে প্রশ্নবোধক চিহ্নগুলো
চোখের ডায়রী লেখা হয় কাজলে কাজলে
আয়নায় আটকে থাকেনা ব্যথা
অথচ স্মরণযোগ্য দিনের কথা সে-ই জানে বেশী।


একটা ব্যাগে গুছিয়ে রেখেছি সব যন্ত্রনা
গল্প করবার মতো অনেক বিষয় জমে উঠলে পর
নিরুদ্দেশের দিকে যাত্রা করা যাবে


আমাদের ক্যামেরাগুলো সঠিক ছবি তুলতে পারেনা
কেবলই হাসিমুখের গাঙচিল খোঁজে
শহুরে ইট-গাঁথুনীর কথা সে জানবে কি!
তার জন্মটাই সদ্য
শিশুকালে কি কেউ গোপন দুঃখ চেনে?


এমন এক বাহন খুঁজি, যাকে বোরাক বলা যায়
চেনা মানুষের অচেনা স্বভাব তুলে দেব অজানা যানে
ক্ষুদ্রতম ক্ষুদ্রতায় কখনো কখনো নষ্ট পরমানুও হার মানে।

28 thoughts on “ছোট ছোট কথা

  1. এমন এক বাহন খুঁজি, যাকে বোরাক বলা যায়
    চেনা মানুষের অচেনা স্বভাব তুলে দেব অজানা যানে
    ক্ষুদ্রতম ক্ষুদ্রতায় কখনো কখনো নষ্ট পরমানুও হার মানে।

    অসাধারণ প্রিয় কবি শাকিলা তুবা। আপনার কবিতা সন্ধ্যা'কে রঙিন করে তুললো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই। ভালো বলেছেন তো। :)

  2. অনেক সুন্দর কবিতা বা ছোট ছোট কথা। অভিনন্দন প্রিয় কবি দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ছোট ছোট কথায় প্রগাঢ় কবিতায় মুগ্ধতা রাখছি কবি। শুভ সন্ধ্যা।

    1. ধন্যবাদ কৃতজ্ঞতা কবি মামুনুর রশিদ। শুভ সন্ধ্যা। 

  4. আয়নায় আটকে থাকেনা ব্যথা
    অথচ স্মরণযোগ্য দিনের কথা সে-ই জানে বেশী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কোট করার জন্য ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। :)

  5. "একটা ব্যাগে গুছিয়ে রেখেছি সব যন্ত্রনা
    গল্প করবার মতো অনেক বিষয় জমে উঠলে পর
    নিরুদ্দেশের দিকে যাত্রা করা যাবে"

     

    একদম ব্যতিক্রমধর্মী অনুভব । অনেক মুগ্ধতা।  

  6. কাব্য ভাবনা অসাধারণ। কবির প্রয়াস অভিনন্দনযোগ্য।
    অনুকবিতার সবগুলোই অসাধারণ কাব্য-চিন্তাধারায় লেখা হয়েছে্।

    প্রিয়কবিকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

  7. শেষের কয়েকটি লাইন মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় কবি, 

    শুভেচ্ছা জানবেন     

  8. অসাধারণ একটা কবিতা উপহার দিলেন শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি। শুভকামনা সবসময় ।

  9. "একটা ব‍্যাগে গুছিয়ে রেখেছি সব যন্ত্রণা"  চমৎকার উপস্থাপন প্রিয় কবি শাকিলা আপা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  10. ভাবছি বোরাক হয়ে কোন এক অতি সুন্দর মুহূর্তে সুখ-দুখের বার্তা বাহক হয়ে নিঝুম ঘুম আকাশে উড়ে আসব। তাহলে হয়তো কবির সাথে

    দেখা হয়ে যেতে পারে….।

    আপনার রুপক কবিতায় মুগ্ধ

    কবি বোন! 

    শুভেচ্ছা ও মুগ্ধতা রেখে গেলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।