তিনটি কবিতা


প্রতিটা মৃত্যু রেখার পাশে
একটা করে ক্ষতি চিহ্নের ঘর
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়
জানা হয় সূত্র মানেই সমর্থিত সত্য


ভেঙে ফেল সরব বিবেক
নীরবতা আরো প্রবল হোক
দেখে যাও ঘাতকের ব্যাধিযুক্ত গাল
তুমুল দুর্বায় ঢাকা ক্লীনশেভড মুখ


পৃথিবীর কোনো কোণে মেলে আছে যে নদী
তার ঠিকানা জানি আবার জানিও না
ঢেউয়ে ঢেউয়ে সে ডাকে এঞ্জেল এঞ্জেল
যন্ত্রণাকাতর পিঠে জেগে ওঠা সদ্য পালক
শত শত বিন্দু রক্ত কণাধারা
আমার দেবত্ববোধ বাসনাকে
নদীর মত নির্লিপ্ত হতে বলে

26 thoughts on “তিনটি কবিতা

  1. কবিতাত্রয় মুগ্ধতার দৃষ্টিতে পড়লাম কবি শাকিলা তুবা। ধন্যবাদ।

  2. অনিমেষ মুগ্ধতা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. দ্বিতীয়টা আরেকটু বড় হতে পারলোনা? তৃপ্তি পূরিপূৃর্ণ হলোনা,মনে হল শুরু হওয়ার আগেই শেষ। ধনব্যাদ কবি।

    1. ভালো বলেছেন। কখনও কখনও এমন হয় না যে, লিখতে লিখতে লিথার আগ্রহ হারিয়ে ফেলা। তেমনটা।  :)

  4. কবিতা ভাল লেগেছে কবি শাকিলা আপা।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. প্রতিটা মৃত্যু রেখার পাশে
    একটা করে ক্ষতি চিহ্নের ঘর
    মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়
    জানা হয় সূত্র মানেই সমর্থিত সত্য

    এইটা অসাধারণ – অন্যগুলাও ভালো – তুবা রাণী 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।