সোনালী মোহর

এক
ঘুম ভাঙ্গতেই এক উঠোন ভর্তি আকাশ
উলটনো কলসের সোনার মোহর
বলেছিলাম কি তোমাকে?
আরাধনার মানে আমি এমনই বুঝেছি
তুমি যেন হঠাৎ পাওয়া জীবনের সংজ্ঞা,
নতুন সাম্রাজ্যের ছাড়পত্র
ঠিক যেমনটা চাই।
তোমার হাতেই দুলে উঠুক ঝিলিক
নগরদ্বারের একমাত্র চাবি
একক হয়েও যা বেজে যেতে পারে দুইমনে
সারাদিন, সারারাত
রিনিরিনি, ঝিনিঝিনি……
বলেছিলাম কি তোমাকে?
ভালবাসা মানে আমি এমনটাই বুঝেছি!

দুই
আরো কাছে আসতে চাও?
ঝেড়ে ফেল দ্বিধা
বলতে হবে মুখোমুখি দাঁড়িয়ে
এর চেয়ে বেশী আলো
আর জ্বালেনি দীপাবলি কোনো
আর হাসেনি আকাশ এমনিতর।
সময় নিতে পার আরো অনেক
তাড়া নেই তেমন
এখানে তো এখন তুষারের ছেঁড়া পাল,
বাজীকরের বিজিত মুখ আঁকবার ক্যানভাস
এখনো তেমনি সাদা; একেবারে নতুন
রঙবুননে সাজিয়ে তুলবার মতন খালি।

24 thoughts on “সোনালী মোহর

  1. শিরোনামের সোনালী মোহর শুধু একক নয়
    দুই দুটি অংকে সোনালী মোহরদ্বয়।
    অভিনন্দন প্রিয় কবি শাকিলা তুবা। এমন অনন্য উপস্থিতি আমাদের শক্তি যোগায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শব্দনীড় আমাকেও বারবার বেঁচে থাকবার প্রেরনা যোগায় আপনাদের মাধ্যমে। অনেক কৃতজ্ঞতা জানবেন মুরুব্বী।

  2. চমত্কার সব লেখনি নিয়ে আপনার উপস্থিতি বেশ আনন্দ দেয়।

  3. প্রথম কাব্যটা একটা শব্দের জন্য অভিধান; এবং দ্বিতীয়টা একটা বিশেষ মনঃস্তাত্বিক বিষয়। দুটো মিলে ইভেঞ্চুয়ালি যা হয়েছে সেটা প্রেম। সূর্য এবং সমুদ্র মিলে যেমন বৃষ্টি হয়। 

  4. ওয়াও  মনের কথাগুল অনুপম ভাবে ফুটে উঠেছে  দুটি ইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. * অনেক সুন্দর একটি কবিতা পড়লাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভ কামনা সবসময়।

  6. দুটো খণ্ডই আমার কাছে ভালো লেগেছে কবি তুবা আপা। :)

  7. ভালবাসা মানে আমি এমনটাই বুঝেছি! সুন্দর কবিতা আপা। :)

  8. মনোমুগ্ধকর পরিবেশের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল। সাথে শুভ দীপাবলির শুভেচ্ছাও।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।