বছরের শেষ চিঠিটা লিখবার তাড়া আসছিল
পর্যবেক্ষক চোখে ডেক থেকে দেখা চীনা পোর্ট
অথবা প্যারিসের এক সন্ধ্যা
হাওয়া হয়ে গেছে চমকপ্রদ এক সকাল
দেখলাম, গাছের পাতার সাথেই গড়ে উঠেছে নিবিড় সখ্য।
এ বছর ঝাঁকে ঝাঁকে এসেছিল শীত পাখি
ছায়াময় গ্রীষ্মকাল আসবার আগে তারাও ফিরে গেছে
আরো রূপালী হয়ে উঠেছিল চাঁদ
মাতাল সমুদ্রের একধারে স্তুপ হওয়া ঝরঝরে বালি
বলেছিল পাখি হয়ে উড়ে যেতে।
বছরটা নেহায়েত গোবেচারা ছিল না
নিজস্ব মেধায় সে ভড়কে রেখেছিল একবিশ্ব চোখ
সব ভীতি শেষে বছরের প্রথম দিনটির অপেক্ষা
আরো চিঠি লিখতে হবে আগামীতে, জানাতে হবে
আজো সব তেমনি সবুজ আছে।
2 thoughts on “২০১৬ এর শেষ সন্ধ্যা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বছর ঘুরে আসুক অথবা ফিরে যাক ক্ষতি নেই।
গুরুত্বপূর্ণ হচ্ছে আরো চিঠি লিখতে হবে আগামীতে, জানাতে হবে
শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা। 
আজো জীবনের সব তেমনি সবুজ আছে কিনা।
আরো চিঠি লিখতে হবে আগামীতে, জানাতে হবে
আজো সব তেমনি সবুজ আছে।
দারুন হয়েছে আপি