আজকাল পাখীদের ঠোঁটে ঠোঁটে
তাম্বুরা অনুরাগ
কিমাম আর জর্দা মিশেলের বানারসী পান।
এক পাখি চঞ্চু ভেঙে আধখানা দিয়ে দেয়
সঙ্গী পাখী লেজঝোলা;
গুলকন্দের মিঠা
প্রথমে একজন গেয়ে উঠেছে সোনালী সুর
দিনশেষে অন্যজন দেবে ভাল বাসা।
আকাশের ম্যাপ ধরে কে মাপবে পথ?
গাছের কোটরে এখনো ছোট্ট সংসার
এরপরে কে যে যাবে কোথায়!
পান ফুরাবে, ধান উড়াবে
রয়ে যাবে মিষ্টিমহুয়া দিন।
ঠোঁটে ঠোঁটে লেগে যাবে একদিন বচসা রোদন
তবক মোড়ানো রূপোলী প্রেম,
পানের মধুরস রঙ আবারো যাবে মিলিয়ে।
কী অসাধারণ ভাবেই না সহজ বোধনের লিখা গুলোন লিখে ফেলেন অবাক হই।
শুভেচ্ছা সহ সম্মান প্রিয় কবিবন্ধু তুবা।
আপনিও কি সুন্দর করেই না কথা বলেন! মন্তব্যে অণুপ্রেরণা পেলাম।
এ আপনার বিনয় প্রিয় কবিবন্ধু।
বেশ কিছুদিন পর সুন্দর কবিতা পাঠ করলাম প্রিয় কবি তুবা আপু
বাহ্ চমৎকার লিখেছন