এগুলো কবিতা কি?


আয়নার ভেতর একটা অবাক প্রতিফলন
কেমন ঘোরলাগা, নীল নীল
অনেকটাই গোলমেলে এইসব ভ্রান্তি
তবু আপেক্ষিক প্রতিসরণ হতে থাকে বৃন্তচ্যুত
পেট্রলের মত মিঠেকটু গন্ধের দিকে
ধাবিত হতে হতে আয়নায় আবারো দেখে ফেলি কারো মুখ।


আমার সবই ছিল, তবু মনে হত নাই নাই
যার কিচ্ছু ছিল না
যার মনে হত আরো কিছু প্রয়োজন
সে যখন আমাকে পেল
সে যখন আমাকে পেল, তার মনে হল
সে আসলে কিচ্ছু পায়নি
আর আমি ততক্ষণে বুঝে গেছি
আমার সব আছে, অনেক বেশীই আছে।


কার টেরিটরি কোনটা, না বুঝেই গর্তে পড়ে গেলাম
পায়ের নীচে ইঁদুর, গায়ে গায়ে সাপ
মাথার উপর একটা মাত্র চিল
নিজের অবস্থান সম্পর্কে ধারনা এসেছে
তবু নিজের জায়গাটুকু নিয়েই পড়েছি বিভ্রাটে।


দুনিয়া নাকি নিষ্ঠুর, শুনে শুনেই বড় হলাম
তুষারপাত বা সাদা বৃষ্টি ঝরা দেখবার পর
আদতেই পৃথিবীটাকে নরক বলে মনে হয়
হয়তো একদিন গ্যাব্রিয়েলের পাখাটা দেখে নেব
বিস্ময়কে মেঘের মোড়কে চকলেট বানিয়ে ছুঁড়ে দেব
এবং পুরো স্তবক পাঠান্তে হয়তো বলেও উঠব,
হা ঈশ্বর! পাখাটা তবে আমারই পুড়েছিল!


আমার হৃদয় তার মুখের ভেতর
তখন আমি তার হৃদয়ে মুখ লুকিয়ে ডুকরাচ্ছি
তখন সে আমার হৃদয় চিবুচ্ছিল, কচমচ কচ

আমি অপলক তাকিয়ে ছিলাম গোধুলীর দিকে
হৃৎপিন্ডের রঙ কণে দেখা আলোয় পীতাভ হচ্ছে
আমি গাছের ক্লোরোফিলে নিজের লজ্জা লুকালাম

আরো পরে হৃদয়ের রঙ সবুজ হবে
যদি কেউ সবজি ভেবে খেতে চায় আমিও উদার হব
কচকচে শব্দটায় নেশা আছে, যেমন আছে ফোঁপানো কান্নায়।


এখনো কৃতজ্ঞ আছি তাঁদের প্রতি
যারা চুমুক দিয়ে পানি পান করেন
এখনো যারা চিবুতে শেখেননি
তাঁরা যেন শিখে ফেলেন যাদুবিদ্যা
দেশ-জাতি রসাতলে যাবার আগেই
স্বচ্ছতা বিষয়ে জ্ঞানার্জন অতীব জরুরী।

30 thoughts on “এগুলো কবিতা কি?

  1. ছয়খানা অনুচ্ছেদে শব্দ কথনের যে অসাধারণ প্রকাশ …
    তাকে কবিতা ছাড়া ভিন্ন কিছু বলে না মানুষ। অন্তত যারা কবিতার কদর জানেন।

    অভিনন্দন প্রিয় কবিবন্ধু তবু। ভালো থাকুন। শুভসন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার কবিতা বরাবরই আপনার স্নেহে ধন্য হচ্ছে। আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানাই।

  2. সবক’টি অনুচ্ছেদই পড়লাম। আলাদা, আলাদা আস্বাদন পেলাম। ভালো থাকবেন লেখিকা তুবা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এ আমার সৌভাগ্য যে আমার কবিতা আপনাদের ভালো লাগছে, অনেক শুভেচ্ছা জানবেন।

  3. ১, ৩, ৪ এবং ৫ ভালো লেগেছে। যদিও আমি আপনার প্রতিটি কবিতাই মনোযোগ সহকারে পড়ি

    1. আমি জানি আপনি আমার প্রায় সব কবিতাই পড়েন। অনেক ধন্যবাদ আপনাকে।

  4. কবিতার আসল সংগা কি সেটা আসলে আমরা কেউ জানি না।
    আপনার একগুচ্ছ পংক্তিমালা অবশ্যই আমার কাছে কবিতা মনে হয়েছে। এবং পড়তেও ভাল লেগেছে।
    শুভ কামনা নিরন্তর।

  5. দাবী জানিয়ে ছিলাম, কবিতার সাথে লেখার তারিখও দিবেন।

    অনেকবার পড়ে মন্তব্য করতে হয়। পড়েছি, পরে আরো কয়েকবার পড়বো। গ্রেনেড বা শর্টগানের ছররা গুলির স্প্লিন্টারের মত ক্ষুদ্রক্ষুদ্র একগুচ্ছ কবিতা।  

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      1.  

        রাজশাহীর ভাষায়ঃ

        মামার বাড়ির মাঝি নাদেরআলী বুইল্যাছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে হামি তিন প্রহরের বিল দ্যাখাতে লিয়ে যাবো সেখ্যানে পদ্মফুলের মাথায় সাঁপ আর ভুমোর খ্যালে! 
        নাদের আলী, মামুর ব্যাটা! আমি আর কত বড় হবো?  হামার মাথা এই ঘরের ছাদ ফুঁইড়্যা আকাশে ঠেইকলে  তারফরে তুমি হামাকে তিন প্রহরের বিল দ্যাখাতে লিয়ে যাবা। মামুর ব্যাট্টা

  6. হ্যাঁ কবি শাকিলা তুবা। আমার কাছে তো কবিতাই মনে হলো। :)

  7. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. প্রতিটি অনুচ্ছেদ খুভ ভালো লেগেছে , শুভ সকাল প্রিয় কবি, শাকিলা তুবা আপু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।