বিস্তৃত বিভ্রম

আমার কোনদিন কেউ ছিল না
ভালবাসবার মতন, মনে রাখবার মতন—
আমার পথেরা জোনাকী পাখায় ঝিলমিল
অনন্ত ঢেউ সারি আর কলজে কাঁপানো দীর্ঘশ্বাস
আমি বাতিঘরের লাল-নীল আলোক প্রণালী বিষাদ।

আমি শুধুই সময়ের অসম দান
ভালবাসতে বাসতেও না বেসে চলে যাই উজানে
পা ছড়ে গেছে, ছুঁলে গেছে ত্বক-নিহিত সুন্দর
ভালবাসা হলো ঠিক মাপ আর আরামের অন্তর্বাস
মাপমত জুতো পাইনি বলে ভালবাসা গেলনা কাউকে।

প্রেমপর্ব যাদের কাছে মোক্ষম ধন্বন্তরী
জংঘার আশেপাশে নিশ্চিত পাখির আনাগোনা
তাদের ছাপিয়ে এখনো যেতে পারিনি সেই ডানায় উড়ে
ঝড়াক্রান্ত নাবিক আর সমুদ্রে না যেতে চেয়েও চলে যায়
আমিও ভালবাসবার জন্যেই বারবার এগিয়ে গিয়েও ফেরত আসি।

3 thoughts on “বিস্তৃত বিভ্রম

  1. আমিও ভালবাসবার জন্যেই বারবার এগিয়ে গিয়েও ফেরত আসি।
    ___ অসাধারণ এই লাইনটি। কবি কখনও মনোদপর্ণও হয়। শুভেচ্ছা কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।