জড়তা

প্রতিবার দেখা হবার পর লজ্জা পেতে শুরু করি
মনে হতে থাকে কি বলি, কি বলি!
মনে হয় জিজ্ঞেস করি, আমাদের কি আগেও দেখা হয়েছিল?
আমরা পরস্পরের কাছে প্রতিবারই অচেনা।

এসব খুব একটা ভাল লক্ষণ নয়
হয়তো আপনিও বলবেন, এই কবি সিজোফ্রিনিয়ায় আক্রান্ত
অথচ খুব গোপনে পত্রিকা ঘেঁটে আপনার রাশিফল পড়ি
অন্যদেরকে বলি, এই ব্যাক্তি আমার খুব পছন্দের, ইনি বিশিষ্ট জন।

বোধকরি এসব জেনে আপনি ভীষন মুষড়ে পড়বেন
আরো বেশী আক্রান্ত হবেন, হয়তো হ্যালুসিনেশন বেড়ে যাবে
যতবার দেখা হবে আপনিই এগিয়ে এসে জানতে চাইবেন নাম
আমি মরমে মরে, আরেকটু সরে যেতে যেতে
বিড়বিড় করব, আ-আমি তুবা…তুবা…

3 thoughts on “জড়তা

  1. অন্তরের গভীরের কথাগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে লিখার মাধ্যমে। আসসালামু আলাযকুম।
    আল্লাহ মেহেরবান তিনি যেন সতত আপনাকে এবং আপনার সবাইকে ভালো রাখেন।

  2. কবিতাটি পড়া শেষ হলে মনে মাঝখানটায় অদ্ভুত এক অনুরণন রয়ে গেলো …
    আ-আমি তুবা…তুবা…
    দারুণ লিখন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো তুবা অ তুবা

    কবিতা ভাল পেয়েছি।

    আপনার কল্যান হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।