নদীটি অমিতক্ষরা

কারুবাসনা—
তোমার ছায়ায় পার করেছি সমগ্র জীবন
ছায়াচ্ছন্ন এক গ্রামের কথা এইখানে জেনেছি
তবু ভুল হয়ে যায় প্রতি রাতে
আবার শুরু করি প্রথম থেকে
প্রথম থেকে শেষ, শেষতক শুরু।

ভুলে যাচ্ছি ইশপের গল্পে সত্যানুসন্ধান,
তৃতীয় নয়নের একচোখা নীতি,
বুকের মধ্যে আটকে পড়া সাইকোপ্যাথ নদীটা
গড়িয়ে যাচ্ছে বহু বহুদূর
মানবিক শব্দের সংজ্ঞা মানসিকে এসে থামালো
অমিত কারুবাসনা—

ছবিগুলোও মরে যাচ্ছে ক্রমশঃ
সিলভার টোনে একবাঁক ঘুরে এসেছে স্কেচ, সেও মৃত
কারুপ্রার্থনা তবু চলছে পুরোদমে
‘হেই ভগবান, একটা শুধু বর দাও’
চাঁদনীরাতে পাহাড়-জলে স্নানরতা রমনীয় ছবি
বিধাতা হয়ে এঁকে দাও কারুবাসনা।

14 thoughts on “নদীটি অমিতক্ষরা

  1. কী্ এক অসাধারণ প্রাঞ্জল শব্দানুভূতির চিত্রপট; নিমেষেই যেন তৈরী করে ফেলেন !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভুলে যাচ্ছি ইশপের গল্পে সত্যানুসন্ধান,
    তৃতীয় নয়নের একচোখা নীতি,
    বুকের মধ্যে আটকে পড়া সাইকোপ্যাথ নদীটা
    গড়িয়ে যাচ্ছে বহু বহুদূর” https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    আপনার লেখা আমার সব সময়ই ভালো লাগেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif
    শুভকামনা থাকলো।

  3. চাঁদনীরাতে পাহাড়-জলে স্নানরতা রমনীয় ছবি
    বিধাতা হয়ে এঁকে দাও কারুবাসনা।

    অসাধারণ কথা কাব্য আপু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. বুকের মধ্যে আটকে পড়া সাইকোপ্যাথ নদীটা
    গড়িয়ে যাচ্ছে বহু বহুদূর
    মানবিক শব্দের সংজ্ঞা মানসিকে এসে থামালো
    অমিত কারুবাসনা—

     

    * অভিভূত…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।