অতিক্রম
পৃথিবীর শেষ মানুষটা যেদিন বলেছিল
নিশিই সব অন্ধকার শুষে
আস্ত একটা দিন পায়ের কাছে রেখে যায়
সেদিন অবিশ্বাস জেগেছিল
পরে ভেবে দেখেছি কথাগুলো মিথ্যে নয়
এরপরে কত রাত গড়িয়ে গেছে ঊষার দিকে
সেই মানুষকে আর খুঁজে দেখিনি
একটা মানুষ, আস্ত মানুষ
ছায়া হতে হতে
গলে যেতে যেতে
রয়ে গেছে মূর্তি হয়ে
যে মূর্তি প্রতি রাতেই জমা পড়ে রাজকোষে
সকালে আবার চুরিও হয়
আবারো রাত্রি ভালবেসে
তাকেই চুমু খাই পরম মমতায়
সেই মানুষটা এখন কেবলই দিবানিশি কাব্য।
বরাবরের মতো সুন্দর আপনার লিখা উপহার।
অভিনন্দন প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। শুভ সকাল।
ধন্যবাদ আজাদ ভাই। সালাম।
খুব সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি শংকর দেবনাথ।
নস্টালজিক কাব্য মনে হলো কবি শাকিলা তুবা।
ঠিক তাই। ধন্যবাদ কবি সুমন আহমেদ।
প্রত্যেকটি। হ্যাঁ প্রত্যেকটি কবিতা আপনার অনন্য সুন্দর কবিবোন শাকিলা তুবা।
অনেক খুশি হলাম কবি সৌমিত্র চক্রবর্তী।
মুগ্ধ হলাম কবি দি।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
অনবদ্য!
মুগ্ধতা প্রকাশে আজ কৃপণ থাকলাম !
আপনাকে ধন্যবাদ ভাই।
শেষ্পর্যন্ত মানুষ না হয়ে "রাত্রি" হওয়ার আকাঙ্ক্ষা
জাগালেন!
সুন্দর লিখেছেন কবি বোন! শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ কবি শরীফ ভাই।
খুব সুন্দর লিখেছেন কবি তুবা আপা। শুভেচ্ছা নিন।