বাঁক

যদি আবার দেখা হয়ে যায়, ভাবব
এই দেখাটার প্রয়োজন ছিল না
তবু বলব, কেমন আছে তোমার কৌলিণ্য?
কেমন আছে ছেলেমেয়ের মিঠে নদী-নালা?

তুমিও চাওনি বলেই ভাববে,
কেন যে দেখা হয়ে যায় এভাবে!
মুখ বলবে, অমন সুন্দর জমিন হারিয়ে ফেললে? কিংবা,
অহংকারগুলো কোথায় লুকোলে?

আমি তখন ফিকফিক করে হাসব
আমি তখন হাতের মুঠো খুলে জোনাক দেখাব
কেটে ফেলা চুলের শোকে ঘুরে দাঁড়াব
ফিরে আসতে আসতে ভাবব, যত্তোসব ছেলেমানুষি!

শুধু তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকা যায়
তোমার বুকের ব্যাথাটা বেড়ে যাবে
তুমি ভাবতে শুরু করবে, আসলে ভুলটা কোথায় ছিল?
আমি তো জানি, দেখা হয়ে যাওয়াটাই ছিল ভুল।

1 thought on “বাঁক

  1. ইউনিক এ্যাণ্ড কমপ্লিট। ভীষণ সুন্দর আঙ্গিকের একটি কবিতা।
    ___ অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।