দুই অন্ধকারের গল্প

দুই অন্ধকারের গল্প

কোনদিকের অন্ধকারটা দেখতে পাচ্ছো?
মূলতঃ দুইভাগ কালো আমার
একটা দর্শনীয়, যা তুমি দেখছ
আমি হাঁটলে সে হাঁটে
আমি ঘুমালে সেও
অন্যটা বুদ্ধিমান নিঃসন্দেহে
অনেকবার কাবু করেছে আমাকে এই তিমির
হয়তো তুমিও তাকে চেনো।

অবিরাম জ্বলছে বিড়াল চক্ষু আঁধারে
আমি চিবুচ্ছি মাছের লেজ
জিভের উপরকার তালু কাঁটায় ক্ষত-বিক্ষত
নোনা রক্ত পেটে চালান হতেই একজন অন্ধকার আসে
ইর্ষা আর ক্ষোভের পাথর ছোঁড়ে পূজোর থালায়
অন্য অন্ধকার তখন লজ্জার ম্রিয়মান
ছোট হতে হতে ছায়াটি আরো কালো হয়
অমনি আলো জ্বলে ওঠে মনের আঙ্গিনায়
এখন আমার কোন অন্ধকারটা তুমি দেখছো?
একজন চতুর অন্ধকার বোকাটাকে লুকিয়ে রাখে এভাবেই।

3 thoughts on “দুই অন্ধকারের গল্প

  1. দুই অন্ধকারের গল্প। আসলেই দুই অন্ধকারের গল্প। জীবনের গল্প।
    দুটো জীবনই পারস্পরিক। পাশাপাশি অবাধ চলাচল।

  2. অন্ধকার হয় হৃদয় মাঝে
    অন্ধকার হয় ছায়া
    কে যে বেশী গভীর কালো
    বোঝে কি এই কায়া।

    অন্ধকার এক সমাজ যখন
    আধাঁরে দেয় ঝাপ
    বুঝতে ভিষন কষ্ট লাগে
    কার কতটা পাপ।

    লেখা ভালো লাগলো
    শুভকামনা।

  3. একজন চতুর অন্ধকার বোকাটাকে লুকিয়ে রাখে এভাবেই

    চতুর অন্ধকার বারবার হারিয়ে দেয় বোকাসোকা অন্ধকারটিকে।

    দারুণ আঁধার কাব্য

মন্তব্য প্রধান বন্ধ আছে।