কল্পতরু

কল্পতরু

আজকাল পাখীদের ঠোঁটে ঠোঁটে
তাম্বুরা অনুরাগ
কিমাম আর জর্দার মিশেল বানারসি পান।

এক পাখি চঞ্চু ভেঙে আধখানা দেয়
সঙ্গী পাখীটা লেজঝোলা,
গুলকন্দের মিঠা
প্রথমে একজন গেয়ে উঠবে সোনালী সুর
দিনশেষে অন্যজন দেবে ভাল বাসা।

আকাশের ম্যাপ ধরে কে মাপবে পথ?
গাছের কোটরে এখনো ছোট্ট সংসার
এরপরে কে যে যাবে কোথায়!
পান ফুরাবে, ধান উড়াবে
রয়ে যাবে মিষ্টি মহুয়া দিন।

ঠোঁটে ঠোঁটে লেগে যাবে একদিন বচসা রোদন
তবক মোড়ানো রূপোলী প্রেম
পানের মধুরস রঙের সাথে আবারো যাবে মিলিয়ে।

4 thoughts on “কল্পতরু

  1. এমন শুদ্ধ এবং পরিচ্ছন্ন লিখা বরাবরই ভালো লাগে প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ঠোঁটে ঠোঁটে লেগে যাবে একদিন বচসা রোদন
    তবক মোড়ানো রূপোলী প্রেম
    পানের মধুরস রঙের সাথে আবারো যাবে মিলিয়ে। 

     

    শেষটা চমৎকার ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।