কবিতা চিত্র

জীবনের মানচিত্রে এসে
কত নদী যে ডুবে গেছে অহেতুক
স্মৃতিজলের রমরমা ব্যাবসা
এ যাবত চলেছিল ভাল
অথচ কখন পড়ে গেল বিরহের ডালি
নিঃস্তব্ধ রাতের প্যান্টি গলে।

এই আছি বেশ, তুমি আছ, তুমি আছ
তুমি সেই নদী, যা মূলতঃ ভাটির গল্প
ক্রমশঃ মেঘ অথবা বৃষ্টিলীলা
চক্রগতির বানিজ্যবিপ্লবের
এই মন্দাকালে, মানচিত্র থেকে
তুমিও উৎখাত হবে একদিন।

4 thoughts on “কবিতা চিত্র

  1. "চক্রগতির বানিজ্যবিপ্লবের
    এই মন্দাকালে, মানচিত্র থেকে
    তুমিও উৎখাত হবে একদিন।"

    এ কোন কবিতার শাব্দিক অভিশাপ নয়; এই ই হচ্ছে বাস্তবতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. এই আছি বেশ, তুমি আছ, তুমি আছ
    তুমি সেই নদী, যা মূলতঃ ভাটির গল্প———চমৎকার এক ভাবার্থ 

  3. * চমৎকার উপস্থাপনা…

    মুগ্ধ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।