সর্প শাপ
গাছগুলো ভিজে শেষ।
এমনদিনে সে যেন একলা থাকে
এই আকাশের সারিমেঘ
শীত শীত ব্যাকুল বাতাস আর
ভেজা মন নিয়ে
সেও যেন কাঁদে আরো কয়েকবার
যে হারায় সে হারায়
যে জানে সত্যিকারের ভাসান দিতে
সে আর ডাকে না কাউকে
ফিরে ফিরে আসে হাহাকার
বুক ভরা অভিমান
দিকছাড়া ক্ষ্যাপাটে শোক
যাকে সে দিয়েছে শোক তারই মতন
সেও অবিশ্বাসী এক, সাজাপ্রাপ্ত
কষ্ট সাঁতরে সে যেন অবিরাম
ব্যথায় পরিশ্রান্ত, বারবার দিয়ে যায় ডাক
এই মেঘলা দিন, মৃদু বৃষ্টি আর ইষ্যত জ্বালা
হে মহাযোগ, তাকেও দিও কষ্ট এমন!
'যে হারায় সে হারায়
যে জানে সত্যিকারের ভাসান দিতে
সে আর ডাকে না কাউকে
ফিরে ফিরে আসে হাহাকার
বুক ভরা অভিমান
দিকছাড়া ক্ষ্যাপাটে শোক।'
আপনার কবিতা খুঁজে ফিরি। নমষ্কার দিদি ভাই।
ভালো লিখছেন। ভালো থাকবেন।