গুজরি-পঞ্চম
সমতলে নেমে এসো পুরুষ
দাঁড়াও পাশাপাশি
চোখে রাখ চোখ, হাতে হাতে
চলো ভালবাসা নিয়ে
কাটাকাটি খেলি হৃদয়ে হৃদয়।
অনেক আছিল কথা তোমাকে বলিবার
হৃদয় চিরে দেখাবার
প্রভু-ভৃত্যের আপোষহীন সম্পর্ক ভেঙে
এখনো কি আসেনি সময়
সমতার; আসেনি সময় ভালবাসা বাসিবার?
এখানে এসো পুরুষ কামক্রোধহীন
ভালবাসি তোমাকে শুধুই যক্ষ যেন
খনি খুঁড়ে দুটো হীরে
একই চাঙরের ভেতর জড়াজড়ি
কালো কয়লার।
তুমি যদি মোহর হবে, আমিও তেমনি
সুচিকন জরিসুতা তোমার মুকুট।
একদিন পাশাপাশি বসিও পুরুষ
সমভূমির জলই কেবল
গড়িয়ে যেতে পারেনি অন্যকোথাও।
সমতলে নেমে এসো একদিন, পুরুষ
মুখোমুখি দাঁড়াবার সাধ নিয়ে
সমানে সমান
তখন আমার জাগবে সময়, হবে অবসর
তোমাকেই ভালবাসিবার।
সুন্দর আহবান, কবি। শুভেচ্ছা রলো।
এখানে এসো পুরুষ কামক্রোধহীন



ভালবাসি তোমাকে শুধুই যক্ষ যেন
খনি খুঁড়ে দুটো হীরে
একই চাঙরের ভেতর জড়াজড়ি
কালো কয়লার।
বেশ লাগল কবি,,,,,,,,,,


অসাধারণ একটি লিখা মনে হলো। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা।
সমতলে নেমে এসো পুরুষ
দাঁড়াও পাশাপাশি
চোখে রাখ চোখ, হাতে হাতে
চলো ভালবাসা নিয়ে
কাটাকাটি খেলি হৃদয়ে হৃদয়।——-অনবদ্য কবি আপু
সালাম নিবেন আশা করি ভাল আছেন
আপনার লেখা খুব মনযোগে পড়ি দিদিভাই। শুভেচ্ছা রইলো।