বিষামৃত

বিষামৃত

তুমি আর আমি একই পাত্রে রাখা বহুবিধ বিষ
বাষ্প হয়ে মিশে যাব সে উপায় নেই
মেঘেরা আমাদের নেবে না।
বস্তুতঃ সূর্য প্রদক্ষিন করছি বায়বীয় আকারে
আর মাংসের ভেতর ক্রমানুসারে জন্ম নিচ্ছে লজ্জা
আমরা পৃথিবীর বর্জ্য নই, ঠিক বলছো তুমি?

ঐ কালো পিচের রাস্তা থেকে উঠে আসো মানুষ
ভেড়ার লোমের নমনীয় আস্তিনে ডুবে যাক বোধ
বড় হতে চেয়েছিলে মনে পড়ে?
রক্তের ভেতর আলো জ্বলে উঠেছে
প্রয়োজন নেই আর শিলনোড়ার
তুমি নড়ে উঠলেই কম্প দিয়ে জ্বর সারবে আমাদের।

কোন শিশির ভেজা রাতে বেরিয়ে পড়ব বনের মেঠোপথে
পোখরাজ ফুটবে সমাজের সুশীল জরায়ুতে
আমাদের প্রস্থানে খুব ক্ষতি হবে না কারো
বাতাসে ভাসবে অবলুপ্ত ঘরবাড়ীর প্রলম্বিত দীর্ঘশ্বাস
আতশবাজীর তীর্যক আলোতে একবার ফিরে দেখো শুধু
দেখবে, দরজার পাশে তখনো ছায়াটা শুয়ে ছিল।

4 thoughts on “বিষামৃত

  1. কবিতাকে শুদ্ধ পরিভাষায় মূল্যায়ণ করা যায়, তাহলে আপনার প্রতিটি কবিতা সবদিক দিয়েই যথেষ্ঠ উন্নত বলবো। পাঠকপ্রিয় হবেই। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। :)

  2.  দু’টো আত্মাকে কাব্যনীড়ে যেভাবে কথামালা দ্বারা বন্দি করেছেন তাতে কিছু শব্দে প্রশংসায় ভাসাতে চাই না। তাই সর্বোচ্চ ভালবাসা হিসেবে ফাইভ স্টার দিলাম।

  3. প্রচ্ছদটায় দারুল লোভ হলো। অপার মুগ্ধতা রাখছি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।