কোথায় পাব তারে!

কোথায় পাব তারে!

চুল বাঁধে না, এলোচুলেই প্রতিমা যেন
নিঃশ্বাসে এলাচ ফুলের সৌরভ
স্বচ্ছ শরীর কাঁচ কাঁচ,
গলার নীল শিরায় ছুটছে লাল
কপালের আকাশে কত চাঁদ, তারা
সুর্যের ঝিকিমিকি গালের উপর
চোখ উপচে সাগরের ঢেউ ঝাঁপায়
ধানক্ষেত এখন সবুজ নাকের ডগায়
ঠোঁটের পরে ভাসে দুরন্ত লাল জাহাজ
শরীরের ঘ্রাণ মহুয়ার মৌতাত, মাতাল করে বাতাস।

এই মেয়েটির কথায় বাঁশীর সুর
হাসিতে শব্দ ওঠে কাঁচ ভাঙ্গার
দাঁড়ালে কোমর ভাঁজে টেরাকোটার ভাষ্কর্য
চলার ছন্দে ময়ূরটি মেলে পেখম।

এমন মেয়ে রাঁধে-বাড়ে, কুটনো কোটে
এমন মেয়ে কবিতা লেখে, নাচে-গায়, বিদুষী ভারী
এমন মেয়ে বিছানা ভাসায় সোহাগী সোহাগে
এমন মেয়ে উহ করেনা, যন্ত্রণাকে হেসেই ভালবাসে।

4 thoughts on “কোথায় পাব তারে!

  1. এমন একজন আমিও খুঁজি বন্ধু। শেষতক প্রশ্নটি থেকেই যায়… কোথায় পাবো তারে !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

  2. এই মেয়েটির কথায় বাঁশীর সুর
    হাসিতে শব্দ ওঠে কাঁচ ভাঙ্গার
    দাঁড়ালে কোমর ভাঁজে টেরাকোটার ভাষ্কর্য
    চলার ছন্দে ময়ূরটি মেলে পেখম।

    শুধু মেহেদি পাতার রঙ এঁকে যায়————-

  3. খুব জানতে ইচ্ছে করে, কিভাবে এমন সুন্দর লেখেন দিদি ভাই? আমি বেশ অবাক হই।

  4. "এই মেয়েটির কথায় বাঁশীর সুর
    হাসিতে শব্দ ওঠে কাঁচ ভাঙ্গার
    দাঁড়ালে কোমর ভাঁজে টেরাকোটার ভাষ্কর্য
    চলার ছন্দে ময়ূরটি মেলে পেখম।"

    চমৎকার! শুভেচ্ছা কবি শাকিলা তুবাকেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।