এখন সময় ছায়াময়
নিরুপায় রোদ যদিও ছুঁয়েছে ছাদ
অন্তর অব্দি দীর্ঘ মেঘের সারি।
অন্ধকার নাকি ছায়া কে নিয়েছে দখল
ঘরের, পরের?
নাম না জানা স্রোতগুলো
বেদম হাওয়ায় দোল খাচ্ছে
ভাবনার দেয়ালে।
অতীত হয়ে আছি;
ছায়া কখনো
অথচ রোদ যেন লবঙ্গফুলের গন্ধে
চিরে দিচ্ছে বাসনা।
দরজা খুলে দাও, আমি বাইরে যাব।
চমৎকার লিখা। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা।
ধন্যবাদ প্রিয় বন্ধু আজাদ ভাই।
অন্ধকার নাকি ছায়া কে নিয়েছে দখল
ঘরের, পরের?
নাম না জানা স্রোতগুলো
বেদম হাওয়ায় দোল খাচ্ছে
ভাবনার দেয়ালে।
ভালো লাগল কবিতাটি,
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
শুভেচ্ছা ডা. কবি ভাই। ধন্যবাদ।
অভিলাষের বিদারণে প্রতিসৃত ভাবনার সপ্রতিভ প্রবেশ মুগ্ধ জানালা দিয়ে।
প্রীতি ও শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকে ভাই।
দারুন অনুভব —- চমৎকার প্রকাশ। শুভকামনা।
শুভকামনা আপা।
"অন্ধকার নাকি ছায়া কে নিয়েছে দখল
ঘরের, পরের?"
খুব ভাল লাগল প্রিয় কবি

ধন্যবাদ ইলহাম ভাই।
মুগ্ধতা রাখছি দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া আপু।
দরজা খুলে দাও, আমি বাইরে যাব।
ভাবনার ভাববাচ্য খুব ভালো লাগলো।
খুশি হলাম কবি।
শুভেচ্ছা কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সুমন ভাই।
অভিনন্দন কবি বোন শাকিলা তুবা।
শুভেচ্ছা কবি সৌমিত্র।
সুন্দর।
ধন্যবাদ সাজিয়া আফরিন।
প্রতিসরণ শব্দটা পেয়েছি শুধুমাত্র পদার্থবিজ্ঞান বইয়ে, যার মানে গতিপথ পরিবর্তন। কবিতায় এর মানে কি জানিনা।
মানুষ তার জীবনে গতিপথ পরিবর্তন করে বা পরিবর্তিত পথ সামনে পায়। সে ক্রমাগত চেষ্টা করতেই থাকে নিজের পছন্দের পথ খুঁজে পেতে এবং চলতে। তাই বারবার বলে, "দরজা খুলে দাও, আমি বাইরে যাবো।"
চিরন্তন প্রবৃত্তি নিয়ে লিখেছেন সন্ন্যাসিনী।
মুগ্ধ কাড়া মন্তব্য।
ভীষণ মন খারাপ আপা, সবাই আমার দূর্বলতার সুযোগ নেয়ার জন্য দাঁড়িয়ে আছে।
অসাধারণ
ধন্যবাদ।
চমৎকার অনুভূতি ! শুভকামনা ।
অনেক ধন্যবাদ আপা।
দারুণ কবিতা! শুভেচ্ছা গ্রহণ করুন।
ধন্যবাদ ভাই।
কবিতায় সকাল হলো। মুগ্ধকর লেখা।
অতীত হয়ে আছি;
ছায়া কখনো
অথচ রোদ যেন লবঙ্গফুলের গন্ধে
চিরে দিচ্ছে বাসনা।
ধন্যবাদ আদেল ভাই।