অবলোকন
রাস্তাটা সম্ভবতঃ পালিয়ে যাচ্ছে
হু-ই যে মহা সড়কের উপর দাঁড়ানো ছেলেটি
মনে হয়, সে এই রাস্তাকে চেনে।
এখানে গীটার রাখা বারণ—জীবনে কোথায় বারণ নেই?
মদ বা সিগারেট খাওয়া বারন
পছন্দের নারীর গায়ে নাম লেখা বারণ—
রাস্তার বুকে গীটার ঘঁষটে তবু ছেলেটি চলে যায়
এইসব বারণ ফারণ তার ডিকশনারীতে নেই
সে প্রাচীর বিষয়ে উদাসীন, ছেঁড়া জিন্স তা-ই বলে।
অগত্যা পালিয়ে যাওয়া ছাড়া রাস্তাটির আর গতি থাকেনা।
দারুণ ব্যঞ্জনাময়!
অসাধারণ লেগেছে !
ধন্যবাদ আপনাকে।
অশেষ মুগ্ধতা প্রিয় কবি দি।
ধন্যবাদ রিয়া রিয়া।
শুদ্ধ কবিতা কার না ভালো লাগে কবিবন্ধু তুবা। অভিনন্দন।
ধন্যবাদ মুরুব্বী ভাই।
অনবদ্য
ধন্যবাদ কবি কাজী রাশেদ।
সুন্দর একটা কবিতা পড়লাম । লেখককে ধন্যবাদ ।
ধন্যবাদ নিতাই বাবু।
সুন্দর লিখা বোন।
ধন্যবাদ রীতা রায় মিঠু।
সত্যই অসাধারণ।
ধন্যবাদ ভাই।
সে প্রাচীর বিষয়ে উদাসীন, ছেঁড়া জিন্স তা-ই বলে।
* অপূর্ব বাণী বিন্যাস! মুগ্ধ… সুপ্রিয়
অগত্যা পালিয়ে যাওয়া ছাড়া রাস্তাটির আর গতি থাকেনা