কয়েকটি কবিতা


আঙ্গুল জুড়ে দেখো
জরীর খরতাপে
পুড়ছে ক’জনা
আঙুল খুলে দেখো
কিভাবে তারা উজানে যায়
পরস্পরের জড়াজড়ি
সম্প্রীতিতে।


বদলে গিয়েছে এই শরতের গতি
দৌঁড়ে চলে গেছে আকাশ
ছোট সাম্পানে ভেসে
টুকরো মেঘগুলোই এখন সঙ্গী শুধু
মার্বেল রঙা গণিকালয়ে
হুড়মুড়িয়ে বাড়ছে ভিড়।


কিছু কিছু মানুষ নিঃশব্দে খুন হয়,
খুন হয়েও খুশবুদার হয়ে বাঁচে
নিরাপদ দূরত্ব নিয়ে খুনী
ভাব করে ভালবাসে।

জাজ্বল্যমান মিথ্যার উপর
একটি মানুষ মৃত্যুমুখি
আলোর নীচে সহসা পাখার ক্ষয়, অথচ
নির্বিঘ্নে চলে ঘাতক ও নিহতের মুকাভিনয়।


শরীরে জন্ম নেয়া কয়েকটি মীরের কাজ
আমাকে অ-সুর হতে বাধ্য করে।

9 thoughts on “কয়েকটি কবিতা

  1. কবিতা আসে আমাদের জীবন পরিবৃত্ত থেকে। সঠিক লিখেছে যে, "আলোর নীচে সহসা পাখার ক্ষয়, অথচ নির্বিঘ্নে চলে ঘাতক ও নিহতের মুকাভিনয়।" শুভসকাল বন্ধু। 

    1. ধন্যবাদ বন্ধু। আপনি আছেন বলেই শব্দনীড়ে আসতে মন চায়। :)

  2. গুচ্ছ কবিতা গুলো দারুণ হয়েছে দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আঙুল খুলে দেখো
    কিভাবে তারা উজানে যায়
    পরস্পরের জড়াজড়ি
    সম্প্রীতিতে।

    * সুপ্রিয়, শুভেচ্ছা জানুন… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।