জলের অতলে
কত রূপ বদলের কথা শুনেছি এ পর্যন্ত
নদীর বুকে এখন মানুষ বসতি
ঘন ঝোপটা কখন অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে
তুমিও প্রেমকে কৌটায় ভরে ফেলে দিয়েছ জলে
পরিবর্তনগুলো দেখতে দেখতেই কেমন বড় হয়ে গেলাম।
একটা আর্তি ছিল চিরকাল
আমার দেয়া ফুল শুকাবে না কখনো
তবু শিমুল ফেটে তুলো ওড়ে বাতাসে
কেঁদে কেঁদে মাটির ঢেলা ভাঙ্গন হয়ে জলে ডোবে
বিবর্তনের ধারায় তুমিও নিরাকার হয়ে গেছ কবেই।
পরিনত আমি এখন তোমার চলে যাওয়ায় স্বস্তি খুঁজে পাই
চোখে ভেসে ওঠে ঝকমকে, প্রানবন্ত এক নগরী
পানির নীচে এখনো কেমন জীবন্ত
প্রেমের ঠোঁটে চুমু খেয়ে ফসিলটাকে বাঁচিয়ে দিয়েছি হাজার বছর
বিসুভিয়াস চুম্বনে পম্পেই যেমন আজো বেঁচে আছে জলের গহীনে।
যতোই….. গোঁয়ার গোঁফের আড়ালে লুকিয়ে রাখি না কেনো
মরিচ পোড়া গন্ধে ভালোবাসা ঠিকই টের পাওয়া যায়,
সে ভালোবাসার হয়ত কোনো উদাহরণ নাই
সে কেবল প্রথম প্রেমিকা, দ্বিতীয়া স্ত্রীর মতো বাজখাঁই!
ধন্যবাদ বন্ধু।
তুমিও প্রেমকে কৌটায় ভরে ফেলে দিয়েছ জলে
পরিবর্তনগুলো দেখতে দেখতেই কেমন বড় হয়ে গেলাম। সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি সৌমিত্র।
প্রিয় , আপনার লিখা দীর্ঘ সময় নিয়ে পড়ি আমি ।
আজ আবারও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।
ধন্যবাদ কবি দাউদ।
কী যে অসাধারণ লেখেন যে পড়লেই মুগ্ধ হতে হয়। শুভেচ্ছা দিদি ভাই।
ধন্যবাদ রিয়া রিয়া।
"প্রেমের ঠোঁটে চুমু খেয়ে ফসিলটাকে বাঁচিয়ে দিয়েছি হাজার বছর
বিসুভিয়াস চুম্বনে পম্পেই যেমন আজো বেঁচে আছে জলের গহীনে।"
ঐতিহাসিক ইটালির বিসুভিয়াস এবং পম্পেই এর
কথাও তো এসেছে কবিতায়।
সুন্দর উপমায় অনবদ্য কবিতা লিখেছেন কবি! শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ ভাই।