১
রজনীরে বলিয়াছি বহুবার
দিওনা বিরহ
আমি দিনকাতর মানুষ
২
সৌন্দর্য একটা ভাবের নাম
বসে আছ তুমি
সুন্দর লাগছে
দাঁড়িয়ে আছ সুন্দর লাগছে
অথচ সৌন্দর্য একটা ভাবের নাম
বসে আছ পাশে
আত্মা ঠিকরে বেরুচ্ছে আলো
অসামান্য সুগন্ধ
সে সুধা চিপে আমি রস খাচ্ছি
মুর্ছা যাচ্ছি
আমিও তোমার মতো সুন্দর হতে চাচ্ছি
সৌন্দর্য এক হতচ্ছাড়া বোধ
সহজে যা আয়ত্বে আসেনা
এ আসলে ও বাসার মন্দিরা পিসী, বাহাত্তুরে
ওঁচলাই কেবল।
রজনীরে বলিয়াছি বহুবার
দিওনা বিরহ
আমি দিনকাতর মানুষ।
এই তিনটি লাইন ত্রিশ লাইনের চেয়ে অধিকতর সুন্দর শাকিলা বোন।
ধন্যবাদ কবি সৌমিত্র।
অসাধারণ একটি কবিতা পড়লাম দিদি ভাই। আপনি সত্যই জিনিয়াস।
ধন্যবাদ কবি রিয়া।
যথেষ্ট সুন্দর একটি কবিতা প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।
ধন্যবাদ বন্ধু।
চমৎকার কবিতা।
ধন্যবাদ কবি সাজিয়া।
অভিনন্দন কবি শাকিলা তুবা।
ধন্যবাদ সুমন আহমেদ।
সৌন্দর্য এক হতচ্ছাড়া বোধ
সহজে যা আয়ত্বে আসে না …
চমৎকার প্রকাশ কবি আপু শাকিলা তুবা। শুভেচ্ছা নিন
ধন্যবাদ কবি রানু।
সুখ, অনভুতি, সৌন্দর্য এসবের দর্শনে আলোকিত কবিতা পড়ে মুগ্ধ হলাম, সাথে "ও বাসার মন্দিরা পিসী, " কেও দেখার Trisna jaglo mone

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। সালাম নিন কবি।
অসাধারণ লাগর আপু
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন।