মা

মা-কে নিয়ে অত বাহুল্য নেই আমার
মা তো মা-ই
সাদা শাড়ী আর অল্প ঘোমটা টানা
সাদা সাদা হাতে হলুদের দাগ
শরীরটা মসলাগন্ধ
সদ্য জন্মানো মেয়ের গায়ে মায়ের বাস
মা আর এমন কি?
মা তো মা-ই।

মা-কে মনে পড়ে
মা’কে ভীষন মনে পড়ে যায়
বাজার থেকে খোলসে মাছ এলে
কিংবা ঈদের সকালে
লাজুক হাসিতে নতুন কাপড়ে
আটপৌরে মা কেমন একদিনের রানী!
অথচ প্রতিদিনের মা
ঘরোয়া মা—সাধারণ, অতি সাধারণ
অনাড়ম্বর মা, প্রয়োজনের সিকি আধুলি
মা তো মা-ই।

মা-কে মনে পড়ে, আবার পড়েও না
নিজের প্রয়োজন ছাড়া খুব তো চিনিনি তাকে
সার্টিফিকেট পরীক্ষার রাতগুলোতে
জেগে থাকা মা
এখনো কেন তেমনি জেগে থাকে?
বোঝে না কেন কতটা অচেনা সে?
না খেয়ে খাবার এগিয়ে দেয়া মা
নিজের অস্তিত্ব বিলীন করা মা
গোপনে নিজের মনকে লুকিয়ে রাখা মা
মা তো মা-ই।

মা-টা বোকা ভারী
প্রতিদান না পেয়েও ভালবাসে
অকারন শংকায় কাঁদে, আমি হাসলে হাসে
তবু আজ মা’কে দেখিনা
শুধু আকাশ বাতাস ঘিরে থাকে যে মুখ
যার নিঃশ্বাসে মিশে আছি
অতি সাধারন কেউ
সমগ্র অস্তিত্ব জুড়ে করে বসবাস
আলাদা করে ভাববার নেই প্রয়োজন
মা তো আসলে মা-ই
এর কমও নয়, বেশীও না
মা মা-ই।

18 thoughts on “মা

  1. 'সমগ্র অস্তিত্ব জুড়ে করে বসবাস, আলাদা করে ভাববার নেই প্রয়োজন
    মা তো আসলে মা-ই … এর কমও নয়, বেশীও না –  মা মা-ই।'  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মা তো মা — ই ।

    মায়ের কোন তুলনা নেই। অসাধারণ প্রকাশ ,শাকিলা তুবা আপা।শুভ রাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. অসাধারণ একটি কবিতা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. হৃদয় কেড়ে নিলেন কবি দি। আমার প্রণাম নিন। 

  5. এই ধারার কবিতা আমার ভীষণ পছন্দ। খুব আধুনিক লাগে!

    লেখাটার সুউচ্চ কাব্যমূল্যে মুগ্ধ হলাম।

  6. মা তো মা – ই ।

    ভাষা নেই আসলে কি মন্তব্য করবো………….

    পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা

  7. মা তো মা ই।

    কবিতা সুন্দর, পড়ে আনন্দ পেয়েছি।  

    1. শুভেচ্ছা আনু আনোয়ার। আপনি লিখছেন না কেনো? :)

  8. সমস্ত অস্তিত্ব জুড়ে মায়ের

    প্রতি অগাধ ভালোবাসায় কবিতা

    পড়ে বিমোহিত হলাম কবি … 

    ——–মায়ের জন্য অশেষ ভালোবাসা।

    ———শুভেচ্ছা এবং গভীর ভালোবাসা কবির জন্যও।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

    1. আপনিও আমার শুভেচ্ছা নিন কবি শরীফ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।