কে আর বলো ভাবাবে এমন
যখন এখানে তুমি নেই
কে আর এমন কাঁদবে বলো
অবেলায় উড়ে গেছে
যত শামুক চিলের ডানায়
কে জানে তার নাম?
কে জানে ব্যথা!
এখানে তবু অনেক মানুষ
রঙতুলি নিয়ে ঘুরে বেড়ায়
বিষণ্ন বিকেলের পাশে
এক লেকের স্থির জলে
তুমি তবু না থেকেই রয়ে যাও।
ভুল আর ভালোর বাসরে
সমাহিত হয়ে আছে চেনা পানির ঘ্রাণ
আমাকে রেখে তুমি কতদূর যে চাও
ফিরে আসো বারবার ফিরে ফিরে যাও।
4 thoughts on “সহিষ্ণু”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুদীপ্ত লেখনী।
একটু অন্যরকম মনে হলোক কবি তুবা আপু
অসাধারণ লিখা প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা।
দারুণ।