অজ্ঞাতসারে একদা মিশেছিলাম নাগরিক ভবে
ইহাদের কোলাহলে, ভিড়ে
যেখানে সর্বত্র কেমন মানুষ, মানুষ গন্ধ
যেমন ধরো দেখলাম পাখি এক
তখনি জেনেছি পাখিরা মনুজের জন্য।
এই নদী ফুল ফল সাগর
সবেতেই নাকি মানবের অধিকার
এত পেয়েও দেখেছি তাদের সুখ নেই কোনো।
পদানত ঘাস তবু ভালো
ভালো লেগেছিল জমির ধান আর উর্বরা মাটি
মনুষ্য আমাকে দেয়নি শান্তি
কিছু বরং দিয়েছিল তাদের অধিকারভুক্ত
দূরের বাতাস আলো জল
তারো বেশী দিয়েছিল দুপুর
নরম কম্পিত যার রোদ
কিংবা অড়হরের একটিমাত্র কষ্টি ওঁচা দানা
আমাকে ডেকোনা আর মানুষের ভিড়ে
মানুষ আমার কক্ষণো ভালো লাগেনি।
এখন মানুষ মানুষ গন্ধটা ভারি হচ্ছে তাই স্কুল কলেজ বন্ধ ভাল থাকবেন কবি আপু
আমাকে ডেকোনা আর মানুষের ভিড়ে
মানুষ আমার কক্ষণো ভালো লাগেনি।
অপুর্ব সুন্দর
দারুণ হয়েছে