যদি জেগে থাকো মেলা রাত অব্দি
যদি কথা রাখতে ইচ্ছে হয়
সূর্য মেলে দিও রাত আঁধারে
ভয় থেকে টেনে নামিও
একজোড়া চোখ নিজের দিকে।
এখানে তো এখনো কত কথা জমে থাকে
শীতভোরের কুয়াশাচ্ছন্ন মায়ায়
কত অভিমান খেজুরের রসে হাঁড়ি ভরেছে
কত হাহাকার বাতাসে মিশেছে
যদি জেগে থাকো ভোর দেখিও।
সময়ের ঘোড়া দেখো সোনালী কেশরে
ছুটে যাচ্ছে যমুনার স্রোতে
কত শত নদী এমনি গড়িয়ে গেছে পা ছুঁয়ে
চলে গেছে বেহুলার কয়েকটা বাসরভেলা
কথার আঁটি মাথায় চাপিয়ে দিয়ে চলে যেওনা।
যদি জেগে থাকো সারারাত জলপট্টি হয়ে
আরামের সেঁকে হতে পারো মনোরম
কথা দিয়ে কথা রাখব ভুল হবে না
যদি জেগে থাকো কথা নয় ভালবাসায় বুঝিও
যেন পারি পথ চলতে কখনো দুজনে দুজনায়।
কথা দিয়ে কথা রাখব ভুল হবে না
যদি জেগে থাকো কথা নয় ভালবাসায় বুঝিও
যেন পারি পথ চলতে কখনো দুজনে দুজনায়।
দারুণ লেখা
সুন্দর অনুভবী উচ্চারণ!
মুগ্ধতা ও শুভ কামনা রইল সতত!