দুটি কবিতা

প্রবাহিনী

দুঃখ বুঝিনা যা জমাট।

রাত্রিকোলে শিখণ্ডি নাচ প্রথম পেখম মেলে
মেঘলা দিনের রোদ-আঁচলে
তুমিই প্রথম নারী
অথবা হাজার জনের ভেতর একলা ছবি।

নদীও এমন আছে গভীরতা জানা যায়নি
যে নারী বয়ে যায় আমি তার সর্বশেষ প্রেমিক।
_____________________________

অসুখ

আমি মৌয়ালি- আমি চাক ভাংবো,
তোমার ভূগোল থেকে পৌঁছে যাব আমি,
পৌঁছে যাব অন্য কোথাও

জেগে ওঠো প্রেম

আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।

2 thoughts on “দুটি কবিতা

  1. নদীও এমন আছে গভীরতা জানা যায়নি
    যে নারী বয়ে যায় আমি তার সর্বশেষ প্রেমিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ❝আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।❞

    খোলা মনের ভাবনা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।