প্রবাহিনী
দুঃখ বুঝিনা যা জমাট।
রাত্রিকোলে শিখণ্ডি নাচ প্রথম পেখম মেলে
মেঘলা দিনের রোদ-আঁচলে
তুমিই প্রথম নারী
অথবা হাজার জনের ভেতর একলা ছবি।
নদীও এমন আছে গভীরতা জানা যায়নি
যে নারী বয়ে যায় আমি তার সর্বশেষ প্রেমিক।
_____________________________
অসুখ
আমি মৌয়ালি- আমি চাক ভাংবো,
তোমার ভূগোল থেকে পৌঁছে যাব আমি,
পৌঁছে যাব অন্য কোথাও
জেগে ওঠো প্রেম
আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।
নদীও এমন আছে গভীরতা জানা যায়নি
যে নারী বয়ে যায় আমি তার সর্বশেষ প্রেমিক।
❝আসো গন্ধম বৃক্ষের নিচে সংসার পাতি।❞
খোলা মনের ভাবনা!