নীলাকাশে যখন হেসে হেসে ছন্দতুলে নেচে যায়
নানারঙের শাড়িপরা উর্বশী পেজাপেজা মেঘ;
তখন আমার কবিতারা বারবার উঁকিঝুঁকি দেয়
উড়ে যেতে চায় ঐ সুন্দরী-নর্তকীমেঘের ভেলায়
মনটাও মোচড় দিয়ে ওঠে কী প্রচণ্ড প্রসব-ব্যথায়।
পাখপাখালি জারিগেয়ে সারিসারি উড়ে যায়
ধীরে ধীরে মিলিয়ে তারা দূরনীলিমায় বহুদূরে যায়
সাথে সাথে সুরমিলিয়ে আমার পাগল-কবিতারাও
ছুটে যেতে চায়, ছন্দসুরে আহা কীযে নাচে গায়।
সবুজগাছেরা ব্যস্ত-বাতাসের গায়ে দিয়ে হেলান
ছড়ায় ঘুমজাগ্রত নারীর মতো এলায়িত চুল
আমার কবিতারাও তখন পরে নেয় নাচের নুপুর
ময়ূরীনৃত্যে উহু কী দুন্দুভি নাচই না নেচে যায়!
তুলে নানাসুর গাভিনমেঘের দুধেল ওলানবেয়ে
রিমঝিম-বিষ্টিরা যখন টিনের চালে গাছের পাতায়
নেচে চলে তালে তালে জলতরঙ্গে ঝুমুরঝুমুর—
আমার কবিতারাও নেচে হয় মদমত্ত-মাতাল।
আমি তাদের শেকলবদ্ধ রাখতে পারিনে আর
হঠাৎ তারাও গাছগাছালি পাখপাখালি হয়ে যায়;
তুলে ঝিরঝির টাপুরটুপুর টুপটাপ একটানা তান
ওদের সাথেই মিশে হয়ে যায় কীযে একাকার।
পূর্ণ লিখার স্বাদ পেতে আপনার লিখার জুড়ি নেই।
এ যেন সম্পত্তি নয়; সম্পদ। শুভেচ্ছা রইলো প্রিয় শাহ আলম বাদশা ভাই।
ভাল্লাগায় অনেক ধন্যবাদ ভাই
মুক্তডানায় উড়ূক কবিতারা
ফুলেল শুভেচ্ছা জানাই
আমি তাদের শেকলবদ্ধ রাখতে পারিনে আর
হঠাৎ তারাও গাছগাছালি পাখপাখালি হয়ে যায়;
তুলে ঝিরঝির টাপুরটুপুর টুপটাপ একটানা তান
ওদের সাথেই মিশে হয়ে যায় কীযে একাকার।
ভালো থাকুন প্রিয় বাদশাহ ভাই।
ভাল্লাগায় শুভেচ্ছা জানাই