বিরুদ্ধ বাতাস

দলছুট বিরুদ্ধ বাতাস এসে পাল্টে দিয়েছে জীবন
এবার তবে যাই, শীত রোদ্দুরে ভিজে নিই নাড়ির খবর
গভীর নিশিতে শূন্যতার হাহাকারে পুড়ছে যে জীবন
তারও আছে আঁধার রাতের দায়বদ্ধতার ইতিহাস।

এ কেমন হিসাব তোমার, বাটখারা পাশে রেখে
তুলাদণ্ডে মেপে নিচ্ছ সব রাখাল বংশীয় আয়ু
কোনো শাস্ত্রে আমাদের বিশ্বাস নেই
যে পথে হেঁটেছি অনন্তকাল তারও ধ্বংস আছে জানি।

পৃথিবীর কাছে এসেই শিখেছি
অন্ধকার শুধু খুনির জন্যে নয়
চাষা আর গুণীজনের কাছেও অধিক প্রিয়।

8 thoughts on “বিরুদ্ধ বাতাস

  1. দারুন কাব্য। অনেক দিন পর ব্লগে ভালোই লাগছে।

  2. আগের চেয়ে অনেক অনেক অনেক অসাধারণ
    শুভ কামনা —–

  3. পৃথিবীর কাছে এসেই শিখেছি
    অন্ধকার শুধু খুনির জন্যে নয়
    চাষা আর গুণীজনের কাছেও অধিক প্রিয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।