তোর জন্য কাব্য

মেঘবালিকা-
শোন;
তোকে বলা হয়নি ইদানিং আমি ভালোবাসা শব্দের
নতুন মানে খুঁজে পেয়েছি
এই যেমন ভালোবাসা হচ্ছে ভরনপোষণ
আবার হাসি ঠোটে না খুঁজে চোখে খুঁজি
আর আঙ্গুলে স্পর্শে হৃদয় খুঁজি
কুয়াশার রাতে চাঁদকে মনে হয় স্মৃতির তিলক
হাসছিস? হেসে যা তোর গতানুগতিক জীবনে একটু
হাসির যে বড্ড প্রয়োজন
গোধূলির আকাশে এই কথাটি প্রায়শই লেখা থাকে।
মেঘবালিকা-
ঝুম বৃষ্টির রাত অব্দি বাঁচবো কিনা জানি না
মৃত্যু অনাকাঙ্ক্ষিত কিন্তু আকস্মিক
তাই মাঝ রাতে কখনও ঘুম ভেঙ্গে গেলে বাকি রাতটুকু
পাপ পূণ্যের হিসেব করতে করতেই মুয়াজ্জিনের ডাক
” ঘুম থেকে নামাজ উত্তম”
তুই জেনে খুশি হবি লেপের উষ্ণতা আমাকে ধরে রাখতে
পারে না
আমার অহমের সবটুকু লুটিয়ে দিয়ে অবনত হই সেজাদায়।
মেঘবালিকা –
আমাদের বেঁচে থাকা পূণ্যের থলি সমৃদ্ধ করার অবকাশ
আমাদের বেঁচে থাকা উৎসব,
উৎসব বিগত জীবনের ভুলগুলো শুধরে নেবার।

8 thoughts on “তোর জন্য কাব্য

  1. চমৎকার। আপনি ভালো লিখেন এটা আমি বিশ্বাস করিনা।
    তবে আপনার বিরুদ্ধে অভিযোগ … আপনি নিয়মিত লিখেন না।

    এখন থেকে লিখবেন প্রত্যাশা করি। শুভেচ্ছা মি. রুবেল। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমি কোন কিছুতেই নিয়মিত না মনটা যাযাবর। তবে ব্লগটা আমার প্রিয় একটি যায়গা তাই ফিরে ফিরে আসি। আর বরাবরের মতো আপনি উৎসাহ দিয়েছেন। ভালো থাকুন।

  3. ভালোবাসা হচ্ছে ভরনপোষণ
    আবার হাসি ঠোটে না খুঁজে চোখে খুঁজি
    আর আঙ্গুলে স্পর্শে হৃদয় খুঁজি
    কুয়াশার রাতে চাঁদকে মনে হয় স্মৃতির তিলক-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    অনেক ভালোবাসা প্রিয় রুবেল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমাদের বেঁচে থাকা পূণ্যের থলি সমৃদ্ধ করার অবকাশ
    আমাদের বেঁচে থাকা উৎসব,
    উৎসব বিগত জীবনের ভুলগুলো শুধরে নেবার।”

    ভালো লাগলো্ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।