খারাপ মাটি

এতো শুধু খারাপ মাটির আত্মা !
তাই তো সু-স্বাদো শস্য ফলে না-
খারাপ হওয়ার দূর্গম্য পথের
ক্ষেত্র আর করো না; করো না-
6792404400_65de901f71_b
তাহলে তো সব জীবিত মাটির
রঙ মিশ্রিত রসকস নষ্ট হবে !
তোর শুধু মাটির দূর্গন্ধ ছড়াবে-
থাকতে পারবে না বদ্ধঘরে:

ভুবন মাঝির জলতরঙ্গ নায়ে
জল মাটি আগুন হাওয়ার
সাথে কি করে ক্রীড়াঙ্গণ খেলা খেলবে-
খারাপ মাটির সন্ধ্যাদীপ শুধু দেখবে ।
১২/০১/১৭
======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “খারাপ মাটি

  1. আপনার লিখায় গাম্ভীর্যতা বেড়েছে মনে হচ্ছে।
    প্রকৃতির সাথে আত্মিক সম্পর্কের পাশাপাশি আমি তুমি সে’র চিরায়ত নিয়ম ভেঙ্গেছেন।

    সুস্বাগতম জনপদের কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. :) লিখায় প্রকৃতির সাথে আত্মিক সম্পর্ককে বেশী প্রাধান্য দিয়েছেন এমন বলেছি।

  2. ‘খারাপ মাটির সন্ধ্যাদীপ শুধু দেখবে’- ভাবালো অনেক।

    – কেমন আছেন আপনি?

    শুভকামনা…

    1. সালাম মামুন দা
      ভাল আছি আপনি ?
      আবার শব্দনীড়ে পেয়ে খুবি ভাল লাগল

মন্তব্য প্রধান বন্ধ আছে।