এতো শুধু খারাপ মাটির আত্মা !
তাই তো সু-স্বাদো শস্য ফলে না-
খারাপ হওয়ার দূর্গম্য পথের
ক্ষেত্র আর করো না; করো না-
তাহলে তো সব জীবিত মাটির
রঙ মিশ্রিত রসকস নষ্ট হবে !
তোর শুধু মাটির দূর্গন্ধ ছড়াবে-
থাকতে পারবে না বদ্ধঘরে:
ভুবন মাঝির জলতরঙ্গ নায়ে
জল মাটি আগুন হাওয়ার
সাথে কি করে ক্রীড়াঙ্গণ খেলা খেলবে-
খারাপ মাটির সন্ধ্যাদীপ শুধু দেখবে ।
১২/০১/১৭
======
লেখা চলুক অবিশ্রান্ত।
জ্বি রুবেল দা
অশেষ ধন্যবাদ ————
আপনার লিখায় গাম্ভীর্যতা বেড়েছে মনে হচ্ছে।
প্রকৃতির সাথে আত্মিক সম্পর্কের পাশাপাশি আমি তুমি সে’র চিরায়ত নিয়ম ভেঙ্গেছেন।
সুস্বাগতম জনপদের কবি মি. সরকার।
আমি তুমি সে এটার মাননে বুঝি না দাদা
‘খারাপ মাটির সন্ধ্যাদীপ শুধু দেখবে’- ভাবালো অনেক।
– কেমন আছেন আপনি?
শুভকামনা…
সালাম মামুন দা
ভাল আছি আপনি ?
আবার শব্দনীড়ে পেয়ে খুবি ভাল লাগল