দুঃখ আমায় পুড়িয়ে মারে
দুঃখ আমায় জ্বালায়
বানের জলে দুঃখ এলে
সুখ পাখিটা পালায়
অতল সাগর দুঃখে ভাসি
দুঃখে ভাসি নদী
অষ্ট প্রহর বইতে থাকে
দুঃখ নিরবধি
দুঃখ ধরে আছাড় মারে
দুঃখ মারে লাথি
হাবুডুবুর দুখ সাগরে
দুঃখ জীবন পাতি
দুঃখে করি ঘর সংসার
দুঃখ বানায় দাস
দুঃখ সময় দুঃখ দিয়ে
করছে জীবন নাশ
দুঃখে কাটাই দিবস রাতি
দুঃখতে নিশ্চুপ
দুঃখ জীবন আমার কাছে
সুখের প্রতিরূপ…
অনবদ্য অসাধারণ লিখা। আপনার লিখা ভালোবাসি প্রিয় মকসুদ ভাই।
দুঃখে কাটাই দিবস রাতি
দুঃখতে নিশ্চুপ
দুঃখ জীবন আমার কাছে
সুখের প্রতিরূপ…
চমৎকার দুঃখে সংসার
সুন্দর লিখা, মুগ্ধপাঠ
দুঃখে কাটাই দিবস রাতি
দুঃখতে নিশ্চুপ
দুঃখ জীবন আমার কাছে
সুখের প্রতিরূপ…