অনেকটা বাবুই পাখির মতোই জেগে উঠেছিলাম, এই শতাব্দীর
প্রথম প্রহরে। পুষ্প আর বৃষ্টি হাতে, মাঠ-ঘাট-তৃণ ও তারার
মায়ায়, আরেকটি জন্ম বরণে।
জন্মের জ্যোতিই প্রেম, উৎসবের আনন্দই গতি।
যারা জ্যোতি এবং গতিকে দর্পণে খুঁজে, হয়তো’বা তারাই
এক সময় পেয়ে যায় মনের মানচিত্র।
কোনো ভূমি-বৈভবই আমার আরাধ্য ছিল না।
ছিল না বিত্তের ঋজু বন্দনা। শিল্পচিত্র অংকনে আমি কেবল খুঁজেছি
নবীন তাণ্ডবের মুখ,আরেকটি ঝড়ের পরে।
মনে হলো দীর্ঘ একটি সময় পর পরিচিত এই আঙ্গিনায় আপনার লিখা পড়লাম।

অনেক অনেক শুভকামনা প্রিয় ইলিয়াস ভাই। পাশে থাকবেন।
ধন্যবাদ।
অনেকদিন পর আপনার লেখায় আসার সৌভাগ্য হলো।
ভালো থাকুন।
যারা জ্যোতি এবং গতিকে দর্পণে খুঁজে, হয়তো’বা তারাই
এক সময় পেয়ে যায় মনের মানচিত্র।
ভালো লাগা রেখে গেলাম।
খুব ভালো লাগলো
অভিনন্দন কবি।
বেশ লাগলো কবিতা
যারা জ্যোতি এবং গতিকে দর্পণে খুঁজে, হয়তো’বা তারাই
এক সময় পেয়ে যায় মনের মানচিত্র।-