কথা…

কথায় কথার পাহাড় চড়ি
কথায় পাড়ি নদী
কথার সুরে কথারা সব
গায় যে নিরবধি

গানের ভাষায় প্রাণের ভাষায়
কথার হাঁটাহাটি
চরের লাগি হয় যে জড়ো
কথার পলিমাটি

কথার আকাশ গভীর নীলে
কথায় থাকে ছেয়ে
সবুজ বনের হরিনগুলো
কথায় থাকে চেয়ে

দূর সাগরে কথার পানি
ছাড়ে কথার ঢেউ
নোনাজলের কষ্ট কথা
বলছে তারে কেউ

পাখির মত কিচিরমিচির
হয় যে কথা যত
কথার বনে কথায় কথায়
উড়ে পাখি শত

মাঝ নদীতে ভাসছে কথা
যায় যে ভেসে কথা
মতসপুরান ভাংছে দেখি
কথার নীরবতা

রোদের আলোয় কথা বাড়ে
রোদ পোহানো ভোরে
শুকনো পাতার কথামালা
রোদ সকালে পুড়ে

তপ্ত দুপুর ঘামের বেলা
কথার ভয়ে ঘামে
কথার ভয় লিখে কবি
কাব্য কথার নামে

পেলব বিকেল কথায় কথায়
সন্ধ্যা বুঝি হয়
রাতের সাথে কথা ঝুড়ির
হয় যে পরিচয়

গল্প কথায় আধার এলে
জ্যোৎস্না কথা আসে
দূর আকাশের চাঁদেরবুড়ি
কথাই ভালবাসে

কথায় কথায় রাত্রি নামে
কথার নামে ঘুম
ঘুম পরিরা স্বপ্নে এলে
কথারা দেয় চুম

কথার চুমে ঘুমায় কথা
জাগে কথার চুমে
শীত প্রহরে দিন কাটাবে
কথার ওমে ওমে

কথার ওমে দিন কাটাবে
কথার ওমে রাত
এসো প্রিয় কথায় কথায়
ধরি কথার হাত…

6 thoughts on “কথা…

  1. লিখাটি পড়লাম। আপনার লিখার বিশেষত্ব যেটা আমার চোখে বেশী লক্ষ্যণীয় মনে হয় সেটা হচ্ছে, শব্দের পরিমিতি বোধ এবং ভাবের বোধগম্যতা। যা কিনা পাঠক মনযোগে নন্দিত হতে বাধ্য। কবিতার পাঠসুখ তখনই; পাঠক যখন প্রকাশকে নিজের মনে করবেন।

    অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। ভালো লাগে আপনার লিখা। শুভেচ্ছা। :)

  2. শব্দচয়ন, শব্দের মিলন, অনুভব- সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো।

    শুভেচ্ছা।

  3. সহজ সরল শব্দের ঝংকার
    অভাবনীয় সুন্দর করে তুলেছে ছাড়া।

  4. দারুন ছন্দের ব্যাবহারে তুলে ধরা কথামালা খুভ ভালো লেগেছে
    সুন্দর লেখা
    শুভ কামনা থাকলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।