আবার কথা হলে বোবা শব্দরা খুঁজে পাবে ঠাঁই
মাস্টার মশাই! এ এক বিরাট সাফল্যের নাম
যারা বিবেক পুড়িয়েছে জলহীন অভিশাপে
ধরে নাও তারা হলো কালের জাদুকর
চোখের চিরকুটে লিখে রাখে স্বেচ্ছাচারী দল
মেঘশূন্য দিনে যে বিরহ স্বপ্ন দোলে
আমরা তার নাম দিয়েছি ভালোবাসা
পত্রিকায় সংবাদ বেড়িয়েছে
মিথ এবং মিথ্যার তত্ত্বাবধান করতে শিখেছে মাতাল
অথচ তোমার চোখ যে কতো উর্বর ভূমি এই সংবাদটা
সাংবাদিকরা আজও জানলো না।
‘মিথ এবং মিথ্যার তত্ত্বাবধান করতে শিখেছে মাতাল

অথচ তোমার চোখ যে কতো উর্বর ভূমি এই সংবাদটা
সাংবাদিকরা আজও জানলো না।’
__ অনন্য সাধারণ থিমের উপর লিখাটি রচিত হয়েছে। দারুণ !!
আপনার মন্তব্য বরাবরই অামার লেখার পাথেয়। ধন্যবাদ জানবেন
অনেক ভাললাগা প্রিয় মোকসেদুল ভাই
ধন্যবাদ নিশাদ ভাই। মন্তব্য খুশি হলাম
দারুন উপস্থাপনা।
কল্পনার তৈরি কোনো স্থাপনা
বাস্তবের সংস্পর্শে এলে যে ব্যাকারণ সৃষ্টি হয়।
আমার মনের মধ্যে সে রকম কিছুই অনুভূতি দোলা দিয়েছে।
অনেক ধন্যবাদ
মেঘশূন্য দিনে যে বিরহ স্বপ্ন দোলে
আমরা তার নাম দিয়েছি ভালোবাসা ।
দারুন লিখেছেন
শুভকামনা থাকলো।
ভালোবাসা। শুভকামনা আপনার জন্যও