কাগজের নদীতে শব্দের জোয়ার আর নয়
এই লেখাই হোক আমার শেষ লেখা।
সমস্ত বন্দী শব্দদের আজ মুক্ত করে দিলাম
উড়ে বেড়াক তারা আপন খুশিতে,
এতো বছরের জমানো শব্দগুলো হয়তো
উড়াল দেবে সমস্ত বায়ু স্তর পেরিয়ে
স্বর্গের সীমানা ছাড়িয়ে
কিংবা ওই কুকুর ছানাটির মতো ভয়ে
নিজের জীবন নিংড়ে দেবে আর্তনাদ করে।
আচ্ছা এই সিদ্ধান্তে কোথাও কি কোন
পাহাড় ভেঙে পড়বে অভিমানে?
স্থির হয়ে যাবে কি কোনো খরস্রোতা নদী?
সুনামি আসবে কি? ভূমিকম্প ?
না কোথাও কিছুই হবে না, হয়তো
শেষ বারের মতো জ্বলে উঠবো আমিই!
আর কোনো এক কুয়াশা মোড়া সকালে
কোনো এক পথের বাঁকে হয়তো
দেখা হবে মৃত্যুর সাথে,
জানি চেটে পুটে খাবে সে
আমার রক্ত -মজ্জা – মাংস
এই পৃথিবী নিশ্চল হয়ে
দেখবে আমার মরন দৃশ্য …।
লিখায় বেদনার একটি আবহ ফুটে উঠলেও পড়তে সুখপ্রদ।

অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া।
অনেক ধন্যবাদ
অসাধারণ।সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। লেখাটি। ভাল লাগা জানিয়ে গেলাম।
অনেক ধন্যবাদ
আর কোনো এক কুয়াশা মোড়া সকালে
কোনো এক পথের বাঁকে হয়তো
দেখা হবে মৃত্যুর সাথে,
জানি চেটে পুটে খাবে সে
আমার রক্ত -মজ্জা – মাংস
এই পৃথিবী নিশ্চল হয়ে
দেখবে আমার মরন দৃশ্য …।
– শুভেচ্ছা দিদি।
অনেক ধন্যবাদ
ইচ্ছে করে বেদনা কুড়াতে
ভালোবাসে কেউ কেউ
সব থেকে বড় সত্যি
সাগর হলেই থাকবে কিছু ঢেউ ।
শুভকামনা থাকলো।
অনেক ধন্যবাদ