ভালোবাসার নিপুণ স্থপতি

পরিযায়ী পাখি
পরিযায়ী পাখি

কোনো পরিযায়ী পাখি নই আমি
বৃহস্পতিতে এলাম
শনিতে ফুড়ুৎ ।

আমি তোমার বারোমাসের আহ্নিকে আছি
উড়েউড়ে
ঘুরেঘুরে
আদরে
অবহেলায়।

তোমার বুকের বাম অলিন্দে
এক টুকরো অনাবাদী জা’গা দিও শুধু
খড়কুটোর সুখাগুনেনীড়
তোমার জন্য আমার অঙ্গীকার
আমি কোনো পরিযায়ী পাখি নই
দিবারাতের প্রহর-অণুতে ভালোবাসার নিপুণ স্থপতি আমি ।
~~~
টীকাঃ
ভালোবাসি শব্দনীড়। থাকো বেঁচে। থেকো ছুঁয়েছুঁয়ে।

4 thoughts on “ভালোবাসার নিপুণ স্থপতি

  1. ‘দিবারাতের প্রহর-অণুতে ভালোবাসার নিপুণ স্থপতি আমি।’
    _ এমন সহজ ধারার লিখা পাঠক মন ছুঁয়ে যায় এবং যাবে তাতে অবিশ্বাস নেই।

    শব্দনীড় এর সাথে সাথে আপনাকেও আমরা ভালোবাসি মি. পরান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তোমার বুকের বাম অলিন্দে
    এক টুকরো অনাবাদী জা’গা দিও শুধু
    খড়কুটোর সুখাগুনেনীড়
    তোমার জন্য আমার অঙ্গীকার
    আমি কোনো পরিযায়ী পাখি নই
    দিবারাতের প্রহর-অণুতে ভালোবাসার নিপুণ স্থপতি আমি ।
    – অনেক ভালো লাগা প্রিয় পরান ভাই।
    শুভ হোক পথ চলা।

  3. ভালোবাসা কৈ থাকে
    আজো জানবার পারলাম না সই
    বুকে,পেটে না মগজে ঘোর লাগা থেকে যায়
    এই কথা কার কাছে কই।…..আপনার জন্য।

    সুন্দর লিখেছেন
    শুভকামনা থাকলো্

মন্তব্য প্রধান বন্ধ আছে।