আমি এবং প্রকৃতি

লাল সূর্যটা পশ্চিম আকাশে ডুবে
গেল
একে একে সব পাখিরা নিড়ে
ফিরলো
পাশের গ্রামের দ্বীপ্তির বিয়ের
আয়োজনে
বেজে উঠলো নতুন গানের সুর।
“মিলন হবে কতদিনে” শুনতে লাগছিল
বেশ মধুর।
মাঝে মাঝে মাথার উপর দিয়ে কিছু
বাদুর উড়ে গেল
পোকা ধরতে গিয়ে খেলা করছিল
কিছু পাখি।
কুয়াশায় ডেকে গেল গ্রামের
চারপাশ
শিশির এসে ঢেকে দিল সবুজের
দূর্বাঘাস
নদীর জল নিরব যেন জমে বরফ হয়ে
আছে
জল প্রায় অর্ধেক মাঝখানে বাঁধ
পড়েছে।
বৃক্ষরা অপরাধীর মত দাঁড়িয়ে রইলো
মাথা নতো করে
চারপাশে অন্ধকার তাই ফিরে এলাম

10 thoughts on “আমি এবং প্রকৃতি

  1. সিম্পলি বেস্ট। সহজ বোধ্য লিখা উপহারের জন্য অভিনন্দন কবি আয়নাল হক।
    আশা করবো আপনার লিখা নিয়মিত থাকবে। ধন্যবাদ। শুভ সকাল। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভেচ্ছা ও শুভ কামনা রইল।প্রিয় একজন নিশাদ।ভাইয়া।

    1. শ্রদ্ধেয় বড় ভাই।অসংখ্য ধন্যবাদ।ও শুভ কামনা রইল

    1. শুভ কামনা ও শুভেচ্ছা জানবে। প্রিয় শামীম ভাই

    1. আপনার জন্যও রইল শুভ কামনা। প্রিয় খেয়ালী মন। ভাইয়া।

  2. শ্রদ্ধেয় প্রিয় মুরুব্বী অসংখ্য ধন্যবাদ।আপনার মহা মূল্যবান। সমালোচনা করাজন্য। কৃতজ্ঞতা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।