ব্লগবুক অণুলিখন

জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা মহার্ণবে অলৌকিক আল্পনা …
কল্পনা নয় শিল্পের আশ্রিতা অন্ধ প্রান্তর উচ্ছল এই নিঃশর্ত মূর্চ্ছনা।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

16 thoughts on “ব্লগবুক অণুলিখন

  1. ব্লগে অনেকগুলি দিন পরে আপনার লেখা পেলাম।
    অনেক ভালোবাসা ভাইয়া।

    1. এগুলোকে লিখা না বলে বলুন শব্দগুলোকে একত্রিত করবার চেষ্টা।
      বিচ্ছিন্ন সব ভাবনার সংযোগ হবে এমন প্রাপ্তির প্রত্যাশা। :)
      হবে সম্ভবত এমন সম্ভাবনায় চেষ্টা অব্যহত মি. মামুন। ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    2. জি ভাইয়া, অবশ্যই প্রাপ্তিযোগ হয় আমাদের।
      আপনার অনুভব মাঝে বিন্দুতে সিন্ধু লুকানো থাকে।

  2. কতোটা স্মৃতি চেতনাতে জুড়ে
    সাজায় স্বপ্নের যোজনা
    ততোটাই অসীম অনন্ত আঁধার
    আলো ফেললে তা বোঝনা।

  3. সম্ভবনার চোখেই জেগে থাকে স্বপ্ন
    আমাদের আগামী আমাদের সম্ভাবনা।

  4. চমতকার ছবিময় কাব্যকথন!
    ধন্যবাদ মুহতারাম!

    (ফনেটিকে আগের মত সব লিখতে পারছি না! )

    1. ধন্যবাদ মি. কাহাফ। :) এখন ফনেটিক বাটন ট্রাই করে দেখতে পারেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।