জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা মহার্ণবে অলৌকিক আল্পনা …
কল্পনা নয় শিল্পের আশ্রিতা অন্ধ প্রান্তর উচ্ছল এই নিঃশর্ত মূর্চ্ছনা।
16 thoughts on “ব্লগবুক অণুলিখন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা মহার্ণবে অলৌকিক আল্পনা …
কল্পনা নয় শিল্পের আশ্রিতা অন্ধ প্রান্তর উচ্ছল এই নিঃশর্ত মূর্চ্ছনা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ব্লগে অনেকগুলি দিন পরে আপনার লেখা পেলাম।
অনেক ভালোবাসা ভাইয়া।
এগুলোকে লিখা না বলে বলুন শব্দগুলোকে একত্রিত করবার চেষ্টা।

বিচ্ছিন্ন সব ভাবনার সংযোগ হবে এমন প্রাপ্তির প্রত্যাশা।
হবে সম্ভবত এমন সম্ভাবনায় চেষ্টা অব্যহত মি. মামুন। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া, অবশ্যই প্রাপ্তিযোগ হয় আমাদের।
আপনার অনুভব মাঝে বিন্দুতে সিন্ধু লুকানো থাকে।
এমন বাড়িয়ে বললে মনে অহংবোধ এসে যাবে মি. মামুন।
কতোটা স্মৃতি চেতনাতে জুড়ে
সাজায় স্বপ্নের যোজনা
ততোটাই অসীম অনন্ত আঁধার
আলো ফেললে তা বোঝনা।
অসাধারণ মন্তব্য উপহার দিয়েছো প্রিয় শামীম।
সম্ভবনার চোখেই জেগে থাকে স্বপ্ন
আমাদের আগামী আমাদের সম্ভাবনা।
চমৎকার বলেছেন বন্ধু খেয়ালী মন। আমাদের পুনর্মিলন।
তাই হউক ——– !!
তবে তাই হোক প্রিয় কবি।
এযে এক পরিবর্তনের ভাষা
মনে হয় সঠিক বলেছেন মি. সালজার রহমান সাবু।
চমতকার ছবিময় কাব্যকথন!
ধন্যবাদ মুহতারাম!
(ফনেটিকে আগের মত সব লিখতে পারছি না! )
ধন্যবাদ মি. কাহাফ।
এখন ফনেটিক বাটন ট্রাই করে দেখতে পারেন।
এক ভিন্নধর্মী ব্লগভাবনা
চেষ্টা করছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা মি. নিশাদ।