১
পাহাড় স্পর্শ করা আমার কাজ নয় , তবুয়ো ছুঁয়েছি চূড়া। গুহায়
ডুবে যাওয়ার ও কোনো ইচ্ছে ছিল না আমার।তবুয়ো ডুবুরী সেজে
দেখেছি অতল, আর তোমাকে জড়িয়ে থেকে বার বার ভুলে গিয়েছি
আমার ক্ষণজনম। মাঝে মাঝে অনর্থকই চেষ্টা করি, এই নিয়ন
নগরী ছেড়ে ইচ্ছে হয় আঁধারে ভেসে যাই । আহা….. এখানেও যদি
লোডশেডিং থাকতো। ধুপজলে থৈ থৈ নদী ঠিক তোমার মতোই
কাছে এসে যদি আবার বলে যেতো আমাকেও স্পর্শ করো মানব ।
২
বুকের ভেতর এসে মিশে গেছে মৈমনসিংহ জংশন। চন্দ্রাবতীর দেশ,
হাওরের শাপলাছায়া।আবার নৌকা বাইচ থেকে ফিরে বসেছি দাওয়ায়,
জলটঙ্গী ঘরের সামনে ফুটে থাকা লাল জবাফুল। হাতে
তুলে নিয়ে বলেছিলো চন্দনা ঘোষ,স্পর্শ করো হাতের তালু। পারিনি
অনেক কিছুই । বার বার গুটিয়ে নিয়েছি হৃদয়ের শান্ত শামুক। আর
রপ্ত রাতের মেঘে চুমু খেতে খেতে, মনের অজান্তেই গেয়ে উঠেছি
বাউল উকিল মুনশীর গান……….
‘আমি আগে না জানিয়া সখীরে কইরে পিরীতি..
আমার দু:খে দু:খে জীবন গেলো ,সুখ হইলো না এক রতি…’
লিখাটির দুটো অংশই পড়লাম প্রিয় ইলিয়াস ভাই। অনেক অনেক শুভেচ্ছা।
পাহাড় স্পর্শ করা আমার কাজ নয় , তবুয়ো ছুঁয়েছি চূড়া। গুহায়
ডুবে যাওয়ার ও কোনো ইচ্ছে ছিল না আমার।তবুয়ো ডুবুরী সেজে
দেখেছি অতল, আর তোমাকে জড়িয়ে থেকে বার বার ভুলে গিয়েছি
আমার ক্ষণজনম- মুগ্ধ হলাম মি: ইলিয়াস।
আপনার পাঠক ছিলাম.. আছি।
শুভ কামনা।