আহত ঐতিহ্যের নদী-৬

আমাদের গল্পরা একদা যদিও বৈচিত্র্যের ছিল
তবু লেজ ধরে ধরে মাথায় ঠিকই পৌঁছানো যেত
জামাকাপড়ে সরলতার ছোঁয়া দেখতে পেয়ে
পরিচিত বন্ধুরা হঠাৎ ভয়ঙ্কর দস্যুতে রূপান্তর হবে
এমন ভাবনায় আমারাও আত্মরক্ষার কলাকৌশলে
কোন কমতি দেখাতাম না, বিজ্ঞাপনের জৌলুষে
মোহগ্রস্ত মন তাড়িত হতো ঠিকই কিন্তু চকচকে
সোনা আমাদের মগজে ভিন্ন বার্তা পাঠাত

খানিক থমকে পাঠ করা অন্তে সিদ্ধান্তে
উপনীত হতাম, তখনও বিশ্বাসের জলাঞ্জলি দেই নি
কষ্টে অর্জিত কড়ি ছিনিয়ে নেবে কোন দুরাচার
এতটা সরল কখনও ছিলাম না, এখনও নই
অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলে যায়, স্বচ্ছন্দ বিশ্রামের জন্য
অনেকেই বেছে নেয় সমঝোতার পথ কিন্তু রক্তের শপথে
কেউ কেউ কর্মকে ধর্ম মনে করে, তাই অব্যাহত রাখে
স্ফীত বুকের জন্য বিশুদ্ধ অক্সিজেন সবার নসিব হয় না

যার হয় সে রক্তপাতের ভয়ে ভীত না হয়ে সংরক্ষণ করে
বিশ্বাস, প্রজন্মের জন্য রেখে যায় কিছু অপূর্ব সিম্ফনি…

2 thoughts on “আহত ঐতিহ্যের নদী-৬

  1. ‘যার হয় সে রক্তপাতের ভয়ে ভীত না হয়ে সংরক্ষণ করে
    বিশ্বাস, প্রজন্মের জন্য রেখে যায় কিছু অপূর্ব সিম্ফনি…’

    লিখায় বাস্তবিক অনুভূতি সকল চমৎকার তুলে এনে মকসুদ ভাই। গ্রেট। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।