ছায়া সরে গেলে আমরা পালিয়ে বাঁচি
জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এইমাত্র কেউ একজন
পাড়ায় মাইকিং করে জানালো যে
যারা পালিয়েছে তারা রোদের ভাই এবং
সরকারের পক্ষ থেকে তাদের ফিরে আসা বাবদ
প্রত্যেকে জলঘরে বসতি করে দেয়া হবে
সেই থেকে আমাদের ইতিহাসের পাতা খাওয়া শুরু
যদিও আমরা ছাগল কিংবা গরু নই
তবুও জলঘরের আশায় ভেঙ্গে দিয়েছি মৎস সংসার
আমরা বড়ই অনুর্বর জাতি মেধা ও মননে
আগুনতৃষ্ণা বুকে নিয়ে অপেক্ষায় থাকি
সাদা মেঘের নিচে একটা জলঘরে সংসার হোক
জলঘর। এককথায় সুন্দর কবিতা।
অভিনন্দন প্রিয় মি. মোকসেদুল ইসলাম।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়
আবারও দারুন।
শুভ কামনা।
আগুনতৃষ্ণা বুকে নিয়ে অপেক্ষায় থাকি
সাদা মেঘের নিচে একটা জলঘরে সংসার হোক———-
ধন্যবাদ লিটন ভাই